বিনোদন ডেস্ক : বলিউডের জনপ্রিয় অভিনেত্রী শিল্পা শেঠি এবং সুমিতা শেঠির বাবা সুরেন্দ্র শেঠি আর নেই।
ভারতীয় একটি সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, আজ মঙ্গলবার (১১ অক্টোবর) ঘুমের মধ্যে হার্ট অ্যাটাক হলে পরিবারের সদস্যরা শিল্পার বাবাকে মুম্বাইয়ের কোকিলাবেন আম্বানি হাসপাতালে নিয়ে যান। পরবর্তীতে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খুব শিগগিরই তার শেষকৃত্য সম্পন্ন হবে বলে জানা গেছে। শিল্পার বাবা সুরেন্দ্র পেশায় একজন ব্যবসায়ী ছিলেন।