
মডেল ও অভিনেত্রী সোনিয়া হোসাইনের বাবা জাহিদ হোসাইন আর নেই। শুক্রবার দিবাগত রাত ২টা ৩০ মিনিটে (৩ এপ্রিল) নিজ বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
বিষয়টি ফেসবুক পোস্টের মাধ্যমে নিজেই নিশ্চিত করেন সোনিয়া। তিনি লিখেন, ‘আমার বাবা জাহিদ হোসাইন গত রাত আড়াইটায় আমাদের ছেড়ে চলে গেছেন। তার আত্মার মাগফিরাত জন্য দোয়া করবেন। আমার মা ও ভাইয়ের জন্যও দোয়া করবেন।’
২০০৩ সালে ‘ইউ গট দ্য লুক’ প্রতিযোগিতার মাধ্যমে শোবিজে পা রাখেন সোনিয়া। তার অভিনয় জীবন শুরু হয় ২০০৫ সালে। প্রথমবার অভিনয় করেন গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত ‘প্রেমে পড়ার গল্প’ নাটকে।