যারা বারবার ভুল তথ্য ছড়াবে তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছে ফেসবুক।
বুধবার (২৬ মে) এক ব্লগ পোস্টে সামাজিক মাধ্যমটি আরও জানিয়েছে, কোনো অ্যাকাউন্ট থেকে বারবার ভুল তথ্য শেয়ার দেওয়া হলে সেই ফেসবুক ব্যবহারকারীর পোস্ট অন্যদের নিউজফিডে কম দেখানো হবে।
এছাড়া ফেসবুকের ফ্যাক্ট-চেকিং সহযোগিরা যদি কোনো তথ্য ভুয়া হিসেবে শনাক্ত করে, তবে ওই পোস্টগুলোতে রিঅ্যাকশন দেওয়ার আগে ব্যবহারকারীদের এ সম্পর্কে জানিয়ে দেওয়া হবে।
এক বিবৃতিতে ফেসবুক জানিয়েছে, করোনাভাইরাস, টিকা, জলবায়ু পরিবর্তন, নির্বাচন ও অন্যান্য বিষয়ে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে দেওয়া হলে আমাদের অ্যাপে যাতে কম সংখ্যক লোক তা দেখতে পান, তা নিশ্চিতে কাজ করা হচ্ছে।