আন্তর্জাতিক ডেস্ক : প্রেসিডেন্ট বারাক ওবামা ও ফার্স্ট লেডি মিশেল ওবামাকে নিয়ে ঘৃণ্য মন্তব্য করেছেন ডোনাল্ড ট্রাম্পের এক ঘনিষ্ট সহযোগী।
প্রেসিডেন্ট নির্বাচনে নিউ ইয়র্কে ট্রাম্পের ক্যাম্পেইনের কো-চেয়ার ছিলেন কার্ল প্যালাডিনো। একটি সংবাদপত্র তার কাছে জানতে চায়, ২০১৭ সালে কী ঘটতে পারে। এর উত্তরে তিনি বলেন, ‘ম্যাড কাউ’ রোগে আক্রান্ত হয়ে ওবামা মারা যাবেন এবং ফার্স্ট লেডি মিশেল ‘পুরুষ হয়ে যাবেন’।
এ মন্তব্যের পর প্যালাডিনোর বিরুদ্ধে নিন্দার ঝড় বইছে। তবে পরে তিনি দাবি করেছেন, এ ছিল কৌতুক।
নিই ইয়র্কের গভর্নর অ্যান্ড্রু কুয়োমো বলেছেন, ‘এ মন্তব্য জাতিবিদ্বেষী ও নোংরা।’ সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক মানুষ প্যালাডিনোর মন্তব্যের নিন্দা করেছেন। বাফেলো শহরের প্যারেন্ট টিচার অর্গানাইজেশন স্কুলের পরিচালনা পরিষদ থেকে প্যালাডিনোর পদত্যাগ দাবি করেছে।
ওবামার বিরুদ্ধে এ ঘৃণ্য মন্তব্য করলেও হোয়াইট হাউস থেকে এখনো কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।
২০১০ সালে নিউ ইয়র্কের গভর্নর নির্বাচনে রিপাবলিকান পার্টির পরাজিত প্রার্থী প্যালাডিনোর কাছে বাফেলো’স আর্টভয়েস সংবাদপত্র জানতে চায়, ২০১৭ সালে তার প্রত্যাশা কী। ঐতিহ্যবাহীভাবে বছর শেষে আর্টভয়েস স্থানীয় প্রভাবশালীদের কাছে জানতে চায়, পরের বছর তাদের চাওয়া-পাওয়া কী।
ওবামাকে উদ্দেশে করে প্যালাডিনো বলেন, গরুর সঙ্গে সম্পর্ক স্থাপনের পর ওবামার ম্যাড কাউ রোগ হবে এবং গরুর মতো মরবে ও গরুর মতো শেষকৃত্য হবে।
উল্লেখ্য, ম্যাড কাউ রোগ সাধারণত গরুর হয়ে থাকে। এ রোগে আক্রান্ত গরুর স্নায়ুবিক ক্রিয়াকলাপ বন্ধ হয়ে যায় এবং মেরুদণ্ড ক্ষয়ে গরুর মৃত্যু হয়। আক্রান্ত গরুর মাংস খেলে মানুষেরও এ রোগ হতে পারে, তবে খুবই বিরল।
মিশেল ওবামা সম্পর্কে প্যালাডিনো বলেন, মিশেল ওবামাকে একজন পুরুষ হিসেবে দেখতে চাই এবং জিম্বাবুয়ের গহীন জঙ্গলে তাকে ছেড়ে দেওয়া হোক, যেখানে গরিলার সঙ্গে আরাম-আয়েশে বসবাস করবেন তিনি।
তথ্যসূত্র : বিবিসি অনলাইন।