
নিজস্ব প্রতিবেদক : রাজধানীর বারিধারা এলাকার একটি বাসার সীমানা প্রাচীর ধসে এক ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন একজন।
বৃহস্পতিবার সকালে বারিধারার ১৩ নম্বর রোডের একটি বাসায় এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষে ডিউটি অফিসার মিজানুর রহমান বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে একজন নিহত ও একজনকে আহত অবস্থায় উদ্ধার করেছে। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম পরিচয় পাওয়া যায়নি।