বারিধারা ডিওএইচএস-এ ষষ্ঠীর পূজা উদ্বোধন করলেন স্বরাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর বারিধারা ডিওএইচএস পূজা কমিটির আমন্ত্রণে শারদীয় দুর্গোৎসবের ষষ্ঠীর পূজা উদ্বোধন করেছেন মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

রবিবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় আয়োজিত অনুষ্ঠানে পূজা কমিটির সভাপতি মেজর জেনারেল (অব.) জীবন কানাই দাস ও সেক্রেটারি প্রবীর কুমার সাহা বিদ্যুৎ অতিথিদের স্বাগত জানান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিবিসি নিউজের পরিচালক ও শিল্প উদ্যোক্তা সালাউদ্দিন চৌধুরী এবং মাকসুদা চৌধুরীসহ অসংখ্য বিশিষ্টজন ও দর্শনার্থী।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করে আনন্দময় পরিবেশে পূজা উদযাপন হচ্ছে। পূজা উদযাপন কমিটির সদস্য সঞ্জয় কুমার নাহা আমন্ত্রিত অতিথিদের শুভেচ্ছা জানান।

বিভিন্ন ধর্মের মানুষের উপস্থিতি অনুষ্ঠানটিকে সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য দৃষ্টান্তে পরিণত করে।