আন্তর্জাতিক ডেস্ক : জার্মানির বার্লিন হামলায় ব্যবহৃত লরির চালক লুকাজ আরবানকে কয়েক ঘণ্টা আগে মাথায় গুলি করে হত্যা করা হয়। এরপর তার গাড়ি নিয়ে সন্দেহভাজন জঙ্গি আনিস আমরি জনতার ওপর দিয়ে চালিয়ে দেয়।
পোস্ট মোর্টেম রিপোর্টের বরাত দিয়ে জার্মান গণমাধ্যম এ তথ্য জানিয়েছে।
১৯ ডিসেম্বর বার্নিলের ক্রিসমাস মার্কেটে লরি হামলায় চালক লুকাজ আরবানসহ ১২ জন নিহত হন। হামলাকারীকে বাধা দেওয়ায় প্রথমে আরবানকে ছুরি দিয়ে আঘাত করা হয়। পরে তাকে গুলি করা হয়।
পোস্ট মোর্টেম রিপোর্টে বলা হয়েছে, ১৯ ডিসেম্বর স্থানীয় সময় বিকেল ৪টা ৩০ মিনিট থেকে ৫টা ৩০ মিনিটের মধ্যে আরবানের মাথায় গুলি করা হয়। প্রচুর রক্তক্ষরণ হয় তার। আরবানের লরির মালিক ও স্বজনরা জানিয়েছেন, ওই দিন বিকেল ৪টা থেকে তার সঙ্গে আর যোগাযোগ করা যায়নি।
১৯ ডিসেম্বর রাত ৮টার পরপর ক্রিসমাস মার্কেটে হামলা চালানোর সময় সম্ভবত বেঁচে ছিলেন আরবান। তাকে পাশের আসনে বসিয়ে হামলা চালায় সন্দেহভাজন জঙ্গি আমরি। কিন্তু গাড়ির স্টিয়ারিংয়ের নিয়ন্ত্রণ নেওয়ার মতো ক্ষমতা ছিল না তার।
৩৭ বছর বয়সি আরবান মালবোঝাই লরি বার্লিনে পার্কিং করে আপেক্ষা করছিলেন। পরের দিন মাল খালাসের কথা ছিল। আরবানকে মরণোত্তর পুরস্কার দেওয়ার দাবি উঠেছে। এ-সংক্রান্ত একটি আবেদনে ৩৮ হাজার ব্যক্তি স্বাক্ষর করেছেন।
হামলার পর প্যারিস হয়ে ইতালি পাড়ি দেওয়ার সময় তিউনিশীয় বংশোদ্ভূত আনিস আমরিকে (২৪) মিলানে ইতালিয়ান পুলিশ ২৩ ডিসেম্বর গুলি করে হত্যা করে।