বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরুস্কার বিতরণ সভা ২০১৮ অনুষ্টিত

শ্রীনগরে ক্ষুদে শিক্ষার্থীদের
পাঠশালায়
বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও
পুরুস্কার বিতরণ সভা ২০১৮ অনুষ্টিত
মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধিঃ মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার ভাগ্যকুল
হরেন্দ্রলাল স্কুল এন্ড কলেজের পাশে
নতুন গড়ে উঠা ক্ষুদে শিক্ষার্থীদের পাঠশালায়
বার্ষিক ক্রীড়া
প্রতিযোগিতা ও পুরুস্কার বিতরণ সভা
২০১৮ অনুষ্টিত হয়েছে। ০২ মার্চ
শুক্রবার
সকাল ১০ টায় বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে
বার্ষিক
ক্রীড়া প্রতিযোগিতা ও পুরুস্কার
বিতরণ সভায় সভাপতিত্ব করেন,
এম এম আইডিয়াল কিন্ডার গার্টেন ও
ক্ষুদে শিক্ষার্থীদের পাঠশালা
সভাপতি ও কামারগাঁও আইডিয়াল হাই
স্কুলের সিনিয়র শিক্ষক মুহাম্মদ
মনিরুজ্জামান রিপন। এ সময় প্রধান
অতিথি
হিসাবে উপস্থিত ছিলেন, আল
আরাফাহ ব্যাংকের ম্যানেজার মোঃ
রবিউল বাসার। বিশেষ
অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,
কামারগাঁও আইডিয়াল হাই স্কুলের
সহকারী প্রধান শিক্ষক মোঃ
মোফাজ্জল হোসেন ও সহকারী শিক্ষক
নুপুর আক্তার এবং রোকসানা আক্তার ,
ভাগ্যকুল হরেন্দ্রলাল
স্কুল অ্যান্ড কলেজের সহকারি শিক্ষক
শাহিন আহমেদ,মান্দ্রা এম এম
আইডিয়াল কিন্ডারগার্ডেনের প্রধান
শিক্ষিকা মোসাঃ কুমকুম আক্তার।
ক্ষুদে শিক্ষাথীদের পাঠশালার
জমিদাতা মোঃ হারিস সরদার, ম্যানেজিং কমিটির সদস্য মোসাঃ
মুক্তা আক্তার, লাখি আক্তার,
সাহিদা আক্তার, সুমি
খানম,আনোয়ারা আক্তার,পদ্মা বর্মন,
নুপুর আক্তার, মৌসমী আক্তার,  বিএমইউএ
সহ-সভাপতি শিক্ষক মোঃ
তারিকুল ইসলাম সহ এলাকার গন্যমান্য
ব্যক্তিবর্গ প্রমূখ। অনুষ্ঠান শেষে
বিজয়ী ছাত্র ছাত্রীদের মাঝে
পুরস্কার বিতরণ করা হয়।