ক্রীড়া ডেস্ক : ফুটবল ইতিহাসে সবচেয়ে বেশি দামে নেইমারকে দলে ভিড়িয়েছে ফ্রান্সের ক্লাব প্যারিস সেইন্ট জার্মেই। ২২২ মিলিয়ন ইউরোতে বার্সা ছেড়ে পিএসজিতে যোগ দেন ব্রাজিলিয়ান তারকা।
এরপর বার্সা নেইমারের বিকল্প খেলোয়াড় দলে ভেড়াতে প্রাণান্তকর চেষ্টা করেছে। কিন্তু এক কিংবা একাধিক কারণে শেষ পর্যন্ত নেইমারের বিকল্প হিসেবে উল্লেখযোগ্য কোনো খেলোয়াড়কে দলে ভেড়াতে পারেনি। নেইমার চলে যাওয়ায় রীতিমতো বিপাকে পড়েছে বার্সা। তাইতো বার্সেলোনা সভাপতি জোসেপ মারিয়া বার্তেমেউ সম্প্রতি এক সাক্ষাৎকারে বলেছেন, ‘নেইমার ও নেইমারের বাবাকে বিশ্বাস করাটা ছিল আমাদের সবচয়ে বড় ভুল।’
তার এমন মন্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরে। সেটা নেইমারেরও দৃষ্টিগোচর হয়। এরপর সামাজিক যোগাযোগ মাধ্যমে পতুর্গীজ ভাষায় নেইমার লিখেন, ‘এই সভাপতি একজন জোকার (ভাঁড়)।’ এরপর বেশ কয়েকটি ইমোজি দেন নেইমার।
পিএসজিতে যোগ দিয়ে ৩ ম্যাচে মাঠে নেমেছেন নেইমার। তিন ম্যাচে গোল করেছেন তিনটি। আর সহায়তা করেছেন আরো তিনটিতে। সব মিলিয়ে পিএসজিতে দুর্দান্ত সূচনা হয়েছে ব্রাজিলিয়ান তারকার। সম্প্রতি ব্রাজিলের কিংবদন্তি পেলে জানিয়েছেন নেইমারের বার্সা ছাড়া দরকার ছিল।