বার্সেলোনার জার্সিতে ৪০০তম জয়ের সামনে মেসি

ক্রীড়া ডেস্ক : বার্সেলোনার জার্সিতে ৪০০তম জয়ের সামনে লিওনেল মেসি। লা লিগায় রোববার ভিসেন্তে ক্যালদেরনে অ্যাটলেটিকো মাদ্রিদের মুখোমুখি হবে বার্সেলোনা। এই ম্যাচ জিতলেই বার্সেলোনার হয়ে ৪০০তম জয়ের মাইলফলক স্পর্শ করবেন আর্জেন্টাইন ফরোয়ার্ড।

২০০৪ সালে অভিষেকের পর বার্সার হয়ে এখন পর্যন্ত মোট ৫৬৪টি ম্যাচ খেলেছেন মেসি। জিতেছেন ৩৯৯টি। এর মধ্যে লা লিগায় জয় ২৭৬টি, চ্যাম্পিয়নস লিগে ৬৬টি, কোপা ডেল রেতে ৪২টি, স্প্যানিশ সুপার কাপে ৮টি, উয়েফা সুপার কাপে ৩টি এবং ফিফা ক্লাব বিশ্বকাপে ৫টি।

আর্জেন্টাইন তারকা হেরেছেন ৬৪টি ম্যাচ। ড্র ১০২টি। রোববার যাদের বিপক্ষে খেলবেন সেই অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে সবচেয়ে বেশি গোল করেছেন মেসি (২৬টি)। রিয়াল মাদ্রিদ ও সেভিয়ার বিপক্ষে ২১টি করে।

বার্সার হয়ে আন্দ্রেস ইনিয়েস্তার সঙ্গে রেকর্ড ২৯টি ট্রফি জিতেছেন মেসি। এর মধ্যে আছে ৮টি লা লিগা, ৪টি চ্যাম্পিয়নস লিগ, ৪টি কোপা ডেল রে, ৭টি স্প্যানিশ সুপার কাপ, ৩টি উয়েফা সুপার কাপ ও ৩টি ফিফা ক্লাব বিশ্বকাপ শিরোপা।

ভিসেন্তে ক্যালদরনে মেসিকে যেমন ৪০০তম জয় ডাকছে, বার্সেলোনাকে ডাকছে লা লিগার শীর্ষস্থান। অ্যাটলেটিকোকে হারালেই রিয়াল মাদ্রিদকে টপকে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে যাবে বার্সেলোনা। ২২ ম্যাচে রিয়ালের পয়েন্ট ৫২, এক ম্যাচ বেশি খেলা বার্সার ৫১।