
মোঃ জয়নাল আবেদিন রুহিয়া থানা ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে পুলিশের অভিযানে ভারতীয় নাগরিকসহ ১০ জনকে আটক গ্রেফতার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে অস্ত্র ও ইয়াবাও উদ্ধার করা হয়।
মঙ্গলবার (১১ জানুয়ারি) সন্ধ্যায় ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) হাবিবুল হক প্রধান।
পুলিশ সূত্রে জানা গেছে, গত রাতে গোপন সংবাদের ভিত্তিতে বালিয়াডাঙ্গীর ৭নং আমজানখোর ইউনিয়নের ভারত সীমান্তবর্তী এলাকায় যায় পুলিশ। অপরিচিত একটি মাইক্রোবাস দেখে তাদের থামতে বলা হলে, গাড়ি না থামিয়ে দ্রুত গাড়ি চালিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে । আটককৃতরা পালিয়ে আটোয়ারী থানা সিমান্তে পৌঁছালে আটকের সময় মাইক্রোবাস থেকে নেমে আটককৃতরা পুলিশের উপরে গুলি চালায় এতে, পুলিশও পাল্টা ৬ রাউন্ড ফাকা গুলি ছোড়ে। একপর্যায়ে একজন ভারতীয় নাগরিকসহ ১০ জনকে আটক করতে সক্ষম হয় পুলিশ। সে সময় তাদের সাথে থাকা একটি পিস্তল, দুই রাউন্ড গুলি ও ৩২ টি ইয়াবা টেবলেট উদ্ধার করা হয়।
আটককৃতরা হলেন, ভারতীয় নাগরিক গফুর আলম (২৫) পিতা জালাল, ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার ৭নং আমজানখোর ইউনিয়নের বাসিন্দা দেলোয়ার হোসেন (২৮)পিতা খোরশেদ আলম, আব্দুর রাজ্জাক (২৩) পিতা সলেমান আলি, বিকাশ পাল (৩৫) পিতা দিপেন পাল, জাকির হোসেন (২৫) পিতা রফিকুল ইসঃ, হজরত আলী (২৭) পিতা কাশেম আলী, মনিরুল ইসঃ (৩২) পিতা মৃত শুকুদ্দী, বিষ্ণু পাল (২৯) পিতা কারবারু। একই উপজেলার পলাশবাড়ী ইউনিয়নের বাসিন্দা নাসিরুল ইসলাম (২৪) পিতা সামসুর রহমান, পশিরুল ইসলাম (২৮) পিতা মৃত ধন মোহাম্মদ। এছাড়াও পলাতক ৯ জনের নাম উল্লেখ করে মামলা করা হয়েছে।
এই বিষয়ে বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল হক প্রধান জানান, আসামিদের বিরুদ্ধে মাদকসহ অস্ত্র ও ভারতীয় নাগরিকের বিরুদ্ধে কন্ট্রোল অফ এন্ট্রি (সর্বমোট ৩টি) মামলা এজাহারভুক্ত করে আটোয়ারি থানায় হস্তান্তর করা হয়েছে