বালিয়াডাঙ্গীতে বাড়ি থেকে বের হওয়ার ৩দিন পর পাওয়া গেল যুবকের লাশ

মোঃ জয়নাল আবেদীন ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে স্ত্রীর সঙ্গে ঝগড়া করে বিষের বোতল হাতে নিয়ে বাড়ি থেকে বের হয় রাজু হোসেন (৪৫) নামে এক যুবক।
বাড়ি থেকে বের হওয়ার ৩ দিন পর আজ মঙ্গলবার (৭ই জুন) সকালে বালিয়াডাঙ্গী উপজেলার ৮ নং বড়বাড়ি ইউনিয়নের রূপগন্জ গ্রামের পার্শ্ববর্তী একটি গভীর নলকূপের ঘর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
জানা গেছে,নিহত ওই যুবক বগুড়া জেলার বাকু মোল্লার ছেলে। সে বিয়ের পর দীর্ঘদিন ধরে স্ত্রীকে নিয়ে বালিয়াডাঙ্গী উপজেলার রূপগঞ্জ গ্রামে বসবাস করছিলেন।
এলাকাবাসী ও তার স্বজনদের সঙ্গে কথা বলে জানা যায়,গত শনিবার রাজু তার স্ত্রীর সঙ্গে ঝগড়া করে আত্মহত্যা করবে বলে রাতে বাড়ি থেকে বিষের বোতল হাতে নিয়ে বেরিয়ে যায়। এর পর আত্মীয় স্বজনসহ সম্ভাব্য সকল স্থানে তাকে খুঁজে না পেয়ে বালিয়াডাঙ্গী থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়।
বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল আনাম বলেন, রাজুর মরদেহ গভীর নলকূপের ঘরে পাওয়া গেছে এমন খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে।