বালিয়াডাঙ্গীতে ১৮২ পিচ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

মোঃ জয়নাল আবেদীন ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ১৮২ পিচ ইয়াবাসহ দবিরুল ইসলাম (৪৯) নামে এক মাদক কারবারীকে আটক করেছে বালিয়াডাঙ্গী থানা পুলিশ।
গতকাল রোববার(২৯ মে) বিকালে বালিয়াডাঙ্গী উপজেলার উপজেলার ৫ নং দুওসুও ইউনিয়নের তেরকোণিয়া গ্রামে তার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়েছে।
এসময় তল্লাশি চালিয়ে তার বাড়ির বাথরুমের ছাদের উপর থেকে ১৮২ পিচ মাদকদ্রব্য ইয়াবা উদ্ধার করা হয়েছে। আটক মাদক কারবারি দবিরুল দুওসুও ইউনিয়নের তেরকোণিয়া গ্রামের মৃত মজিবর রহমানের ছেলে।
পুলিশ জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দবিরুল ইসলামের  বাড়ির বাথরুমের ছাদ থেকে ১৮২ পিচ ইয়াবা উদ্ধার করা হয়েছে।
এ ঘটনায় বালিয়াডাঙ্গী থানার উপ-পরিদর্শক আব্দুস সোবাহান বাদী হয়ে, মাদক ব্যবসায়ী দবিরুল ইসলামের বিরুদ্ধে রবিবার রাতেই মাদক নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। এই মামলাটি তদন্ত করবেন সাব ইন্সপেক্টর সেকেন্দার আলী।
বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ (ওসি) খায়রুল আনাম বলেন, ইয়াবাসহ আটক দবিরুলকে আজ সোমবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।