
রাজবাড়ী প্রতিনিধি : রাজবাড়ীর বালিয়াকান্দিতে ট্রাকের নিচে চাপা পড়ে এক ট্রাকচালকের মৃত্যু হয়েছে। নিহত ওই ট্রাকচালকের নাম জাহাঙ্গীর হোসেন (৩৫)। তার বাবার নাম রুহুল আমিন ব্যাপারী। রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর গ্রামে তার বাড়ি।
মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় পুকুর ভরাট কাজে মাটি টানা ট্রাক উল্টে চাপা পড়ে এই মৃত্যুর ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার ইসলামপুর ইউনিয়নের বারমল্লিকা গ্রামের সিদ্দিকুর রহমান ও হাবিবুর রহমান বাড়ির সামনে থাকা পুকুরে ট্রাকে করে মাটি এনে ভরাট করছিল। ট্রাক ড্রাইভার জাহাঙ্গীর হোসেন ট্রাকভর্তি মাটি এনে পুকুরে ফেলতে যানেএ সময় ট্রাকটি উল্টে পুকুরে পড়ে গেলে জাহাঙ্গীর হোসেন চাপা পড়েন।
খবর পেয়ে বালিয়াকান্দি থানা পুলিশ ও রাজবাড়ী ফায়ার সার্ভিসের কর্মীরা এসে বেলা দেড়টার সময় ট্রাকসহ মৃত অবস্থায় চালককে উদ্ধার করে ।
বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাহিদুল ইসলাম পিপিএম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।