
রাজবাড়ী প্রতিনিধি : রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় ধর্ষণ মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃত যুবকের নাম অপূর্ব রায় (১৯)। তিনি বালিয়াকান্দি ডিগ্রি কলেজ থেকে ২০১৭ সালে অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষার্থী। তিনি উপজেলার জঙ্গল ইউনিয়নের পারুলিয়া গ্রামের অজয় রায়ের ছেলে।
মঙ্গলবার দুপুর ২টার দিকে মীর মশাররফ হোসেন ডিগ্রি কলেজ কেন্দ্রে পরীক্ষা শেষে ফেরার পথে সোনাপুর বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাহিদুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, জঙ্গল ইউনিয়নের ধর্মতলা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের ৯ম শ্রেণির এক ছাত্রীকে প্রেমের প্রস্তাব দেয় অপূর্ব। ওই ছাত্রী তা প্রত্যাখান করে। এতে গত ৯ ডিসেম্বর রাত ৯টার দিকে ওই ছাত্রীর ঘরে প্রবেশ করে তাকে ধর্ষণ করে। পরে ওই ছাত্রীর কাকা বাদী হয়ে রাজবাড়ীর আদালতে মামলা দায়ের করলে আদালত বালিয়াকান্দি থানাকে মামলাটি রেকর্ড করার নির্দেশ দেয়। ১৩ মার্চ বালিয়াকান্দি থানায় ধর্ষণ মামলা রেকর্ড করা হয়েছে।