বালুবাহী ড্রাম ট্রাকের চাপে ক্ষতবিক্ষত লক্ষ্মীপুরের গ্রামীণ সড়ক

ওমর ইউসুফ রুবেল, লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চর লরেন্স ইউনিয়নের নবীগঞ্জ এলাকায় অবৈধ বালুর গদি স্থাপন ও অতিরিক্ত ওজনের ড্রাম ট্রাক চলাচলের কারণে গ্রামীণ সড়কগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে কোটি টাকায় নির্মিত রাস্তা চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।

স্থানীয়রা জানান, সওদাগর অ্যান্ড সাত্তার ট্রেডার্স ও মেসার্স নাহিদ ট্রেডার্স নামের দুটি বালুর গদি থেকে ধারণক্ষমতার চেয়ে বেশি বালু বোঝাই ট্রাক প্রতিদিন চলাচল করছে। ফলে চর লরেন্স থেকে নবীগঞ্জ বাজার পর্যন্ত প্রায় ছয় কিলোমিটার দীর্ঘ পাকা সড়কটিতে বড় বড় গর্ত ও খানা-খন্দের সৃষ্টি হয়েছে। কোথাও কোথাও রাস্তার দুই ধারে নালা তৈরি হয়েছে, আবার কোথাও ভেঙে সরু হয়ে গেছে সড়কটি।

শুষ্ক মৌসুমে ধুলাবালিতে আর বর্ষায় কর্দমাক্ত অবস্থায় চলাচল করতে গিয়ে ভোগান্তির শেষ নেই স্থানীয়দের। এলাকাবাসী অভিযোগ করেন, বারবার অনুরোধ সত্ত্বেও প্রশাসনের পক্ষ থেকে কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।

চর লরেন্স ও চর কালকিনি ইউনিয়নকে সংযুক্ত করা এই গুরুত্বপূর্ণ সড়কটির পাশে রয়েছে মধ্য চর লরেন্স সরকারি প্রাথমিক বিদ্যালয়, আশরাফুল উলুম কওমিয়া মাদ্রাসা ও কাদের পন্ডিতেরহাট উচ্চ বিদ্যালয়। এসব প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ঝুঁকি নিয়ে প্রতিদিন যাতায়াত করছে।

স্থানীয় মেসার্স নাহিদ ট্রেডার্সের স্বত্বাধিকারী ইমরান হোসেন মিলন ভান্ডারী জানান, “এই রাস্তা দিয়ে শুধু আমাদের ট্রাক নয়, অন্যান্য কোম্পানির গাড়িও নিয়মিত চলাচল করে। প্রচুর পরিমাণে বালু ও মাটি পরিবহন হওয়ায় রাস্তাটি দ্রুত নষ্ট হচ্ছে।”

অন্যদিকে সওদাগর অ্যান্ড সাত্তার ট্রেডার্সের অংশীদার মোখলেসুর রহমান ও আব্দুস সাত্তার বলেন, “আমাদের গাড়ি চলার কারণে রাস্তা কিছুটা ক্ষতিগ্রস্ত হলেও আমরা সময়মতো তা মেরামতের উদ্যোগ নেই।”

কমলনগর উপজেলা প্রকৌশলী জানান, “প্রায় এক বছর আগে ৬৬ লাখ টাকা ব্যয়ে রাস্তাটি সংস্কার করা হয়েছিল। কিন্তু ভারী ট্রাকের অতিরিক্ত চাপের কারণে আবারও লণ্ডভণ্ড হয়ে গেছে। গ্রামীণ সড়কে ৮ থেকে ১০ টনের বেশি ওজনের মালবাহী ট্রাক চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ।”

এদিকে স্থানীয়রা দাবি করেছেন, রাতের অন্ধকারে ড্রাম ট্রাক দিয়ে বালু বহন অব্যাহত থাকায় ইউনিয়নের অধিকাংশ সড়ক এখন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। প্রশাসনের তদারকি না থাকায় দুর্ভোগ দিন দিন আরও বাড়ছে।