বালুয়াকান্দায় কলেজছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

নেত্রকোনা সংবাদদাতা : নেত্রকোনা মডেল থানা পুলিশ সদর উপজেলার বালুয়াকান্দা থেকে রুমা আক্তার (১৭) নামে এক কলেজছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে।

শুক্রবার সকালে লাশটি উদ্ধার করা হয়। রুমা বালুয়াকান্দা গ্রামের লিটন মিয়ার মেয়ে। ময়নাতদন্তের জন্য লাশ নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পুলিশ রুমার হাতের লেখা একটি চিঠিও উদ্ধার করেছে। রুমা নেত্রকোনা সরকারি মহিলা কলেজের প্রথম বর্ষের ছাত্রী।

ছাত্রীর মা পারুল আক্তার জানায়, আজ ভোরে নামাজ পড়ে ঘরের বাইরে বের হয় রুমা। প্রায় এক ঘণ্টা পর এক পথচারী বাড়ির সামনে পুকুর পাড়ে একটি আম গাছের সঙ্গে ওড়না দিয়ে ঝুলন্ত অবস্থায় তাকে দেখতে পায়। পরে বাড়ির লোকজন থানায় খবর দেয়। পুলিশ সকাল ১০টার দিকে লাশ উদ্ধার করে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠায়। এ ব্যাপারে নেত্রকোনা মডেল থানায় অপমৃত্যুর একটি মামলা হয়েছে।

নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ ছানোয়ার হোসেন জানান, লাশ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে।