নিজস্ব প্রতিবেদকঃ বাল্য বিয়ে প্রতিরোধে বিবাহ ও নিকাহ ব্যবস্থা ডিজিটাল করা হবে। সেজন্য ‘বন্ধন’ নামের একটি প্ল্যাটফর্ম তৈরি করবে সরকার। সেখানে বিবাহ ও নিকাহর তথ্য দিতে হবে কাজিদের।
সোমবার (১১ অক্টোবর) বিকালে রাজধানীর ব্রাক সেন্টার মিলনায়তনে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস উপলক্ষে আয়োজিত ‘শিশুশ্রম প্রতিরোধে প্রযুক্তির ভূমিকা’ শীর্ষক সেমিনারে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এ তথ্য জানান।
আইসিটি প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা বিবাহ ও নিকাহ ব্যবস্থাকে ডিজিটাল প্ল্যাটফর্মে নিয়ে আসতে কাজ করছি। এ জন্য ‘বন্ধন ডট জিওবি’ নামে একটি প্ল্যাটফর্ম আমরা তৈরি করছি। খুব শিগগিরই এই সিস্টেমটি চালু হবে। সেখানে বিবাহ ও নিকাহ হওয়ার পর কাজিদের পাত্র-পাত্রী বা বিচ্ছেদ হওয়া ব্যক্তিদের বিভিন্ন তথ্য সংযুক্ত করতে হবে।’
প্রতিমন্ত্রী জানান, বন্ধন প্ল্যাটফর্মে ডিজিটাল ভেরিফিকেশন আইডি থাকবে। এর মাধ্যমে বিয়ে নিবন্ধন পদ্ধতি ডিজিটাল প্ল্যাটফর্মে নিয়ে আসা হবে। এ জন্য সংশ্লিষ্টদের সঙ্গে আরও আলোচনা হচ্ছে। এভাবে প্রযুক্তির মধ্য দিয়ে বাল্যবিবাহ প্রতিরোধ সম্ভব বলে মনে করেন আইসিটি প্রতিমন্ত্রী।
সভায় ন্যাশনাল ইমার্জেন্সি সার্ভিসের ডিআইজি মোহাম্মদ তাবারক উল্লাহ জানান, এখন পর্যন্ত ৯৯৯-নম্বরে ফোনকলের মাধ্যমে ১১ হাজার ৬৬৮টি বাল্যবিবাহ প্রতিরোধ করা সম্ভব হয়েছে। তিনি বলেন, ‘সফলতার সঙ্গে আমরা বাল্যবিয়ে প্রতিরোধ করছি। তবে রাতের বেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তা পেতে বেগ পোহাতে হয়। সে ক্ষেত্রে আমরা পুলিশ দিয়ে বিয়ে বন্ধ করাই। বাল্য বিবাহ প্রতিরোধে মোবাইল কোর্ট পরিচালনার আইন সহজ দরকার।’
ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ বলেন, ‘বাল্যবিয়ে প্রতিরোধে আমাদের মানসিকতা পরিবর্তন জরুরি। আমাদের কন্যাশিশুকে বোঝা হিসেবে না দেখে শক্তি হিসেবে ভাবতে হবে।’
সভায় মূল উপস্থাপনা তুলে ধরে ব্র্যাকের কর্মকর্তা তাকবির হুদা বলেন, বাল্যবিবাহ ও শিশুশ্রম আইনত অপরাধ। কিন্তু অভিভাবকদের এ ক্ষেত্রে সম্মতি থাকায় এই অপরাধগুলো আরও বেড়ে যায়। দারিদ্র্যতা এর একটি কারণ। তিনি শিশুশ্রম ও বাল্যবিবাহ প্রতিরোধে প্রযুক্তি ব্যবহারের গুরুত্ব তুলে ধরেন।
এ সভায় ব্র্যাকের পরিচালক নবনীতা চৌধুরী, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক নোভা আহমেদসহ অনেকই বক্তব্য দেন।