আল-আমিন, নীলফামারীঃ সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ- সহকারীর কাছ থেকে জানা যায় যে, নারী ও শিশু নির্যাতন দমন আইনে অপহরণের মামলায় ভিকটিম মোছাঃআরনি বেগম১৭ (সতের) অর্থাৎ তিনি এখন শিশু। ভিকটিম শিশু হওয়া সত্বেও নিকাহ্ রেজিষ্ট্রার আইন লঙ্ঘন করে বিবাহ নিবন্ধন করেন। যা বাল্য বিবাহ নিরোধ আইনের ২০১৭ এর ১১ধারার সুস্পষ্ট লঙ্ঘন করেছেন। মাননীয় সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালত, ডোমার-০৫, নীলফামারী এর বিজ্ঞ ম্যাজিস্ট্রেট জনাব মোঃ শাহীন কবীর স্ব-প্রণোদিত হয়ে আইন লঙ্ঘনকারী নিকাহ্ রেজিষ্ট্রারের বিরুদ্ধে মামলা নিয়েছেন মর্মে সংশ্লিষ্ট বেঞ্চ- সহকারী মোছাঃ তাহেরা বেগম এর কাছে থেকে জানা যায়।


