
আন্তর্জাতিক ডেস্ক : সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে সমর্থন না করতে রাশিয়ার প্রতি আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন মস্কো সফরে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে বৈঠকে এ আহ্বান জানিয়েছেন।
বিবিসি অনলাইনের এক খবরে বুধবার এ তথ্য জানানো হয়েছে।
সিরিয়ায় রাসায়নিক হামলা ও এর পরিপ্রেক্ষিতে সিরিয়ার বিমানঘাঁটিতে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র হামলা নিয়ে কূটনৈতিক বিশ্বে চলমান উত্তেজনার মধ্যে রাশিয়া সফর করছেন টিলারসন। তার এ সফরে সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে সিরিয়া ইস্যু। প্রেসিডেন্ট বাশার আল-আসাদের পক্ষাবলম্বন থেকে রাশিয়াকে সরাতে চাপ প্রয়োগ করছে যুক্তরাষ্ট্র ও তাদের পশ্চিমা মিত্ররা।
সিরিয়ায় যুক্তরাষ্ট্রের ক্রুজ মিসাইল হামলার নিন্দা জানিয়ে প্রেসিডেন্ট আসাদের পাশে দাঁড়িয়েছে রাশিয়া। সিরিয়ার দীর্ঘদিনের বন্ধু রাশিয়া।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, সিরিয়া নিয়ে তাদের আর কোনো পরিকল্পনা নেই এবং সিরিয়ার গৃহযুদ্ধে জড়াচ্ছে না তারা।
মঙ্গলবার মার্কিন প্রতিরক্ষামন্ত্রী জিম মাট্টিস আবার পরিষ্কার করেছেন, সিরিয়ায় জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটকে (আইএস) পরাজিত করাই তাদের মূল লক্ষ্য। তিনি বলেন, ‘সিরিয়া নিয়ে আমাদের সামরিক নীতিতে কোনো পরিবর্তন আসেনি।’
গত সপ্তাহে সিরিয়ায় যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র হামলার পর সন্দেহ তৈরি হয়, হয়তো সিরিয়া নিয়ে যুক্তরাষ্ট্রের সামরিক নীতিতে পরিবর্তন এসেছে। আরো শক্তিশালী সামরিক আগ্রাসন চালাতে পারে তারা। কিন্তু এখন তাদের সুর নরম হয়েছে।
রাশিয়ায় সফররত মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসনকে রুশ পররাষ্ট্রমন্ত্রী ল্যাভরভ বলেছেন, সিরিয়া ইস্যুতে যুক্তরাষ্ট্রের কর্মকাণ্ড নিয়ে অনেক প্রশ্ন ও সন্দেহ রয়েছে। তবে টিলারসন বলেছেন, সিরিয়া বিষয়ে দুই দেশের মতপার্থক্য কমিয়ে আনতে চান তিনি।
গত সপ্তাহের মঙ্গলবার সিরিয়ার বিদ্রোহী-নিয়ন্ত্রিত ইদলিব প্রদেশে রাসায়নিক হামলায় ৮৯ জন নিহত হন। এ হামলার জন্য সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে দায়ী করছে যুক্তরাষ্ট্র। কিন্তু সিরিয়া ও রাশিয়া এ অভিযোগ প্রত্যাখ্যান করেছে। তাদের দাবি, বিদ্রোহীরা রাসায়নিক হামলার জন্য দায়ী। তবে কোনো পক্ষই দাবির পক্ষে প্রমাণ দিতে পারেনি।