বাসচাপায় দুই কলেজ শিক্ষার্থী নিহতের ঘটনায় জড়িত কাউকে ছাড় দেওয়া হবে

নিজস্ব প্রতিবেদক : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বাসচাপায় দুই কলেজ শিক্ষার্থী নিহতের ঘটনায় জড়িত বাস চালক ও তার সহযোগীর গাফিলতি, চালকদের লাইসেন্স ছিল কি না খতিয়ে দেখা হচ্ছে। তাদের বিরুদ্ধে তদন্ত অনুযায়ী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

মঙ্গলবার দুপুরে মহাখালীতে নিহত দিয়ার পরিবারকে দেখতে গিয়ে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

বাসচাপায় দুই কলেজ শিক্ষার্থীর মৃত্যুর ঘটনা দুঃখজনক উল্লেখ করে মন্ত্রী বলেন, এ ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের গাফিলতি কী ছিল বা চালকদের লাইসেন্স ছিল কি না সবগুলো বিষয় খতিয়ে দেখা হচ্ছে। তাদের বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে। সেক্ষেত্রে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। এ সময় তিনি দিয়ার শোকসন্তপ্ত পরিবারকে সমবেদনা জানান।

প্রসঙ্গত, ২৯ জুলাই রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালের অদূরে বিমানবন্দর সড়কে বাসচাপায় রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দুই শিক্ষার্থী দিয়া আক্তার মিম ও আব্দুল করিম নিহত হন। দুপুর সাড়ে ১২টায় বিমানবন্দর সড়কের বাম পাশে বাসের জন্য অপেক্ষা করার সময় জাবালে নূর পরিবহনের একটি বাস তাদের চাপা দিলে এ দুর্ঘটনা ঘটে।