রংপুর সদর উপজেলার লাহিড়ীরহাট এলাকায় বাসচাপায় দুই ভ্যানচালক নিহত হয়েছেন।
বুধবার বেলা সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- একই এলাকার জহুরুল ইসলাম ও নুরুদ্দিন। পুলিশ বাসটিতে আটক করতে পারলেও ঘাতক চালক পালিয়ে যায়।
পুলিশ ও স্থানীয়রা জানায়, জহুরুল ও নুরু ভ্যান নিয়ে লাহিড়ীরহাট বাজারে যাচ্ছিল। এ সময় বদরগঞ্জ থেকে ছেড়ে আসা রংপুরগামী একটি বাস ভ্যানটিকে চাপা দিলে ঘটনাস্থলেই দুজন মারা যায়। এ ঘটনায় বিক্ষুব্ধ এলাকাবাসী প্রায় এক ঘণ্টা সড়ক অবরোধ করে রাখে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
কোতোয়ালি থানা পুলিশের ওসি এবিএম জাহিদুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, বাসটিকে আটক করা হয়েছে। এ বিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।