বাসচাপায় মাহেন্দ্র চালক নিহত

ফরিদপুর

ফরিদপুর প্রতিনিধি : ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুরের কানাইপুরে যাত্রীবাহী বাসচাপায় এক মাহেন্দ্রচালক নিহত হয়েছে।

বৃহস্পতিবার এই দুর্ঘটনা ঘটে।নিহতের নাম ইসমাইল সরদার (২৪)। তিনি বোয়ালমারী উপজেলার বড়ঘাট গ্রামের ইসহাক সরদারের ছেলে।

করিমপুর হাইওয়ে পুলিশ ফাড়িঁর ইনচার্জ নিজামুল ইসলাম জানান, সকালে কানাইপুর সিনেমো হলের সামনে মাহেন্দ্র নিয়ে দাঁড়িয়ে ছিল ইসমাইল। এ সময় সোহাগ পরিবহনের একটি বাস চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে প্রথমে লাশ উদ্ধার করে পুলিশ ফাঁড়িতে নিয়ে আসা হয়। পরে স্থানীয়দের অনুরোধে ময়নাতদন্ত ছাড়াই দাফন করার জন্য লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।