নিজস্ব প্রতিবেদকঃ ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের সাইনবোর্ড এলাকায় গুলিতে বাসচালক আবুল হোসেনকে হত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, শামীম ওসমান, তার ছেলে অয়ন ওসমান, ভাতিজা আজমেরী ওসমান, শাহ নিজাম, জানে আলম বিপ্লবসহ ৮০ জনের নাম উল্লেখ করে মামলা হয়েছে।
বুধবার দুপুরে ফতুল্লা মডেল থানায় নিহতের মা সাহিদা বেগম বাদী হয়ে এ মামলা দায়ের করেন।
ফতুল্লা মডেল থানার ওসি নূরে আজম জানান, গত ২০ জুলাই ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের সাইনবোর্ড এলাকায় গুলিতে বাসচালক আবুল হোসেন নিহত হন। তিনি নারায়ণগঞ্জ সদরের জল্লারপাড় এলাকার বাসিন্দা। মামলাটি পুলিশ তদন্ত করবে।