বাসাবাড়িতে আমরা আগুনে পুড়ে যাওয়াটাই বেশি দেখি

আমরা সচরাচর যে সমস্যার সম্মুখীন হই, সেটি হলো পুড়ে যাওয়া। এটা বিভিন্নভাবে হতে পারে। সাধারণত বাসাবাড়িতে আমরা আগুনে পুড়ে যাওয়াটাই বেশি দেখি। তা ছাড়া গরম পানি, বিভিন্ন রাসায়নিক দ্রব্য, এগুলো দিয়েও পুড়ে যেতে পারে।

যেকোনো ধরনের পুড়ে যাওয়াতেই প্রথম কাজ হবে জায়গাটাতে পানি দেওয়া। পানি ঢালতে হবে বারবার। এ ক্ষেত্রে অপচিকিৎসা থেকে দূরে থাকতে হবে। অনেকে ডিমের কুসুম, পেস্ট, ছাই অনেক কিছু লাগান। এগুলো থেকে অবশ্যই বিরত থাকতে হবে। আহত স্থানে প্রচুর পরিমাণ পানি দিন। এরপর নিকটস্থ হাসপাতালে বা চিকিৎসকের কাছে নিয়ে যান।

 

এ ক্ষেত্রে আমরা রোগীকে তরল রিপ্লেসমেন্ট দেওয়ার জন্য স্যালাইন, অ্যান্টিবায়োটিক দিই। স্যালফাস্যালাজিন ক্রিম দিই। তবে এগুলো হয়তো বাসায় আপনাদের পক্ষে সম্ভব হবে না। আপনারা প্রাথমিকভাবে প্রাথমিক চিকিৎসা দিয়েই কাছের হাসপাতালে নিয়ে যাবেন।