নিজস্ব প্রতিবেদক : রাজধানীর দক্ষিণখানে বাসায় ঢুকে ওয়াহিদা আক্তার (৪৮) নামের এক গৃহবধূকে চাপাতি দিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। তবে পুলিশ কোনো দুর্বৃত্তকে গ্রেপ্তার করতে পারেনি। বুধবার রাতে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যার দিকে দুই যুবক ৭১৫/২ দক্ষিণ গাওয়াইরে ছয়তলা বাড়ির তৃতীয় তলায় এসে কলবেল টিপ দেয়। ওয়াহিদা ভেতর থেকে দরজা খুলে দিলে যুবকরা বাসা ভাড়া দেওয়া হবে কি না, জানতে চায়। পরে যুবকরা কথা শেষ না হতেই ওয়াহিদাকে ঠেলে ভেতরে ঢুকে ছিটকিনি লাগিয়ে দেয়। দুই সন্তানের সামনে ওয়াহিদাকে চাপাতি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। পরে তাদের চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসে। খবর দেওয়া হয় পুলিশে।
হাসপাতালে ওয়াহিদার দেবর ইলিয়াস মজুমদার সাংবাদিকদের বলেন, ‘রক্তাক্ত অবস্থায় ভাবিকে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে রাত সাড়ে ১০টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে আনলে সেখানে তার মৃত্যু হয়।’
বুধবার রাতে মুঠোফোনে দক্ষিণখান থানার ওসি (তদন্ত) শেখ রোকনুজ্জামান বলেন, ‘দুর্বৃত্তরা নিহতের সোনার চুড়ি, কানের দুল ও গলার চেইন নিয়ে গেছে। এ থেকে সন্দেহ করা হচ্ছে এটি ডাকাতির ঘটনা হতে পারে। তারপরও তদন্তের পরই বিস্তারিত বলা যাবে। খুনিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।’