মোঃ সামিউল আলম, দিনাজপুর প্রতিনিধিঃ
দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার চড়ারহাট নামক স্থানে রাস্তা পারাপারের সময় গ্রিল মিস্ত্রি সাজ্জাদ (১৮) এর প্রান কেড়ে নিল নাবিল এন্টার প্রাইজের একটি চেয়ার কোচ। নিহত সাজ্জাদ বিরামপুর উপজেলার কাটলা ইউনিয়নের দামোদরপুর গ্রামের মৃত: দলিলুর রহমানের ছেলে।
জানা গেছে, সে নবাবগঞ্জ উপজেলার চড়ারহাটে লেদের দোকানে ঝালাইয়ের কাজ করে। ২৮ আগষ্ট সোমবার রাস্তা পার হবার সময় দিনাজপুর থেকে ঢাকাগামী নাবিল চেয়ার কোচ বাসের ধাক্কায় ঘটনাস্থলেই মারা যায় সে। তবে বাসটি দ্রুত গতিতে পালিয়ে ধরা-ছোঁয়ার বাহিরে চলে যায়।
নিহত সাজ্জাদের বড় ভাই সানোয়ার হোসেনের সাথে কথা বললে তিনি কান্না ভরা আবেগী কন্ঠে জানান, “দুই মাস আগে ষ্ট্রোকের কারণে বাবাকে হারিয়েছি। এক মাস আগে ডেলিভারির সময় ছোট বোনকে, আর আজ ছোট ভাইকে হারালাম।” পরপর একই পরিবারের তিন সদস্যের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এ বিষয়ে নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন সড়ক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।