বাসের ধাক্কায় মাথায় আঘাত লেগে আফিয়ার মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : বাসের ধাক্কায় মায়ের কোল থেকে রাস্তায় ছিটকে পড়ে আহত হওয়া আট মাসের শিশু আফিয়ার মৃত্যু হয়েছে। তার মাথায় আঘাত লেগেছিল বলে জানিয়েছেন ময়নাতদন্তকারী চিকিৎসকরা। বৃহস্পতিবার দুপুরে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিহতের ময়নাতদন্ত সম্পন্ন হয়। মঙ্গলবার কুষ্টিয়ার চৌড়হাস মোড়ে বাসের ধাক্কায় মায়ের কোল থেকে রাস্তায় ছিটকে পড়ে আহত হয় আফিয়া। ঢামেক হাসপাতালের ফরেনসিক বিভাগের প্রধান ডা. সোহেল মাহমুদ গণমাধ্যমকে জানান, বাসের ধাক্কায় মায়ের কোলে থাকা আফিয়া ছিটকে মাটিতে পড়ে মাথায় আঘাত পায়। আঘাতের কারণে তার মৃত্যু হয়। তার অতিরিক্ত রক্তক্ষরণ হয়েছিল। উল্লেখ্য, মঙ্গলবার বেলা পৌনে ১২টায় রাজশাহী থেকে ফরিদপুরগামী গঞ্জেরাজ পরিবহনের একটি বাস চৌড়হাস মোড়ের কাউন্টারে এসে থামে। এ সময় থেমে থাকা বাসের সামনে দিয়ে আফিয়াকে কোলে নিয়ে রাস্তা পার হচ্ছিলেন মা রিনা বেগম। হঠাৎ কোনো হর্ন ছাড়াই চালক খোকন বাসটি চালিয়ে এসে রিনাকে ধাক্কা দিয়ে পালিয়ে যান। এতে মায়ের কোল থেকে রাস্তার ওপর ছিটকে পড়ে আহত হয় আফিয়া।