বাস্তবের ‘ধুরন্ধর’ করাচির ত্রাস উজায়ের বালোচ অনেক বেশি ভয়ংকর

সম্প্রতি মুক্তি পাওয়া রণবীর সিং অভিনীত ‘ধুরন্ধর’ সিনেমাটির সমাপ্তি যেখানে হয়েছে, সেখান থেকেই শুরু হতে চলেছে এক ভয়ংকর রক্তের ইতিহাস। সিনেমার শেষে দেখা যায়, অপরাধ জগতের ডন রেহমান ডাকাত পুলিশের এনকাউন্টারে মারা যান। কিন্তু সিনেমার একদম শেষ দৃশ্যটি আরও নাটকীয়।

সেখানে দেখা যায় রেহমানের ছোট ভাই উজায়ের তার ভাইয়ের হত্যাকারী হামজার বুকেই কান্নায় ভেঙে পড়ে। এই দৃশ্যটিই ইঙ্গিত দিচ্ছে ২০২৬ সালে ঈদে মুক্তি পেতে যাওয়া ‘ধুরন্ধর ২’ সিনেমাটির গল্পের, যা বাস্তবের করাচি গ্যাংস্টার উজায়ের বালোচের জীবনের ওপর ভিত্তি করে নির্মিত।

বাস্তবের উজায়ের লিয়ারি এলাকার ত্রাস

সিনেমার গল্পটি করাচির কুখ্যাত অপরাধী উজায়ের বালোচের জীবনের সাথে হুবহু মিলে যায়। ২০০৯ সালে রেহমান ডাকাত পুলিশের গুলিতে নিহত হওয়ার পর, করাচির লিয়ারি এলাকার অপরাধ সাম্রাজ্যের নিয়ন্ত্রণ হাতে নেন উজায়ের। তবে, তার অপরাধ জগতে আসার পেছনে ছিল প্রতিশোধের আগুন।

২০০৩ সালে উজায়েরের বাবা ফয়েজ মুহাম্মদকে অপহরণ করে হত্যা করে প্রতিদ্বন্দ্বী গ্যাংস্টার আরশাদ পাপ্পু। বাবার মৃত্যুর প্রতিশোধ নিতেই অনিচ্ছা সত্ত্বেও সম্পর্কে তুতো ভাই রেহমান ডাকাতের দল যোগ দেন উজায়ের। এরপরই দুর্ধর্ষ এক সন্ত্রাসীতে পরিণত হন উজায়ের বালোচ।

আরশাদ পাপ্পুর প্রতি উজায়েরের ঘৃণা এতটাই তীব্র ছিলো যে, ২০১৩ সালে আরশাদকে হত্যার পর তার দেহ ছিন্নবিচ্ছিন্ন করে রাস্তায় প্রদর্শন করা হয়। প্রত্যক্ষদর্শীদের মতে, উজায়ের ও তার সহযোগীরা আরশাদের বিচ্ছিন্ন মাথা নিয়ে ফুটবল খেলে উল্লাস করেছিল। এই ঘটনা করাচিতে এখনও ঘুরে বেড়ায়।

রাজনীতি ও অপরাধের অশুভ আঁতাত

সিনেমায় সঞ্জয় দত্ত অভিনীত চরিত্রটি বাস্তব জীবনের পুলিশ অফিসার চৌধুরী আসলাম খানের আদলে গড়া। বাস্তবেও উজায়ের বালোচের সাথে পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। রাজনৈতিক ছত্রছায়ায় ২০১২ সাল পর্যন্ত একচ্ছত্র আধিপত্য বিস্তার করেছিলেন উজায়ের। লিয়ারি এলাকায় তিনি নিজেকে ‘রবিন হুড’ হিসেবে জাহির করতেন, যার ফলে স্থানীয়দের মধ্যে তার ব্যাপক জনপ্রিয়তা ছিল।

আভিজাত্য বনাম দারিদ্র্য

লিয়ারি যখন বিশুদ্ধ পানীয় পানি ও চরম দারিদ্র্যের সাথে লড়াই করছিল, তখন চাঁদাবাজি ও ড্রাগের টাকায় উজায়ের তৈরি করেছিলেন সুইমিং পুলসহ এক বিলাসবহুল চার তলা প্রাসাদ। ‘ধুরন্ধর’ সিনেমায় রাকেশ বেদি অভিনীত জামিল জামালি চরিত্রটি মূলত রাজনীতিক নাবিল গাবোলের আদলে তৈরি, যার সাথে উজায়েরের দীর্ঘদিনের রাজনৈতিক সংঘাত ছিল।

বর্তমান অবস্থা ও সিনেমা

২০১৫ সালে দুবাই থেকে ইন্টারপোলের মাধ্যমে গ্রেপ্তার করা হয় উজায়ের বালোচকে। ২০২০ সালে তাকে ১২ বছরের কারাদণ্ড দেয়া হয় এবং বর্তমানে তিনি করাচি সেন্ট্রাল জেলে বন্দি। কয়েক দিন আগে একটি অস্ত্র মামলা থেকে খালাস পেলেও আরও অনেক মামলা তার বিরুদ্ধে ঝুলে রয়েছে।

‘ধুরন্ধর’ সিনেমার প্রথম পার্টে অনুপ্রবেশ এবং ত্যাগের গল্প দেখানো হলেও, ‘ধুরন্ধর-২’ নিয়ে আসবে উজায়েরের উত্থানের গল্প। শোক কীভাবে প্রতিহিংসায় রূপ নেয় এবং রাজনীতি কীভাবে অপরাধকে লালন করে, ২০২৬ সালে ঈদে পর্দায় সেই অন্ধকার ইতিহাসই ফুটে উঠবে।

উজায়েরের ব্যক্তিত্ব ও জীবনযাত্রা

করাচি- পাকিস্তানের বৃহত্তম এবং ব্যস্ততম শহর। কিন্তু এই শহরের দক্ষিণ-মধ্যভাগের ‘লিয়ারি’ এলাকার গল্পটা অন্যরকম। সেখানে রাষ্ট্রের আইনের চেয়ে বড় গ্যাংস্টারদের হুকুম। আর এই সাম্রাজ্যের অবিসংবাদিত নেতা হলেন ৩২ বছর বয়সী উজায়ের বালোচ। নিজেকে ‘রাজনীতিবিদ’ ও ‘সমাজকর্মী’ দাবি করলেও পুলিশের নথিতে তিনি একজন দুর্ধর্ষ গ্যাংস্টার এবং নিষ্ঠুর ঘাতক।

উজায়ের বালোচ অত্যন্ত ক্যারিশম্যাটিক এবং সদালাপী। লিয়ারির ধুলোবালি মাখা বস্তির ভেতর তার বাড়িটি যেন এক আধুনিক প্রাসাদ। বাড়ির বাইরে একে-৪৭ হাতে কয়েক ডজন পাহারাদার থাকলেও, ভেতরে রয়েছে সুইমিং পুল, বিশাল ফ্ল্যাট-স্ক্রিন টিভি এবং জাপানিজ কই মাছে ভরা অ্যাকোয়ারিয়াম।

তার হাতে দামী রোলেক্স ঘড়ি এবং পুলিশের হাত থেকে পালানোর সময় পাওয়া এক গভীর ক্ষতের দাগ তার বর্ণিল জীবনের সাক্ষ্য দেয়।

রাজনীতি ও অপরাধের মিলন

পাকিস্তানে অপরাধী ও রাজনীতিবিদদের মধ্যে পার্থক্য করা কঠিন। উজায়েরের সংগঠন ‘পিপলস পিস কমিটি’ ঐতিহ্যগতভাবে ক্ষমতাসীন পাকিস্তান পিপলস পার্টির সাথে যুক্ত। তিনি দলকে ভোট নিশ্চিত করেন, আর বিনিময়ে পান আইনি সুরক্ষা।

মানবাধিকার কর্মী জোহরা ইউসুফের মতে, সরকার যেখানে লিয়ারিতে কোনো সেবা দিতে ব্যর্থ, সেখানে উজায়ের ত্রাণকর্তার ভূমিকায় অবতীর্ণ হন। তিনি এলাকায় স্কুল তৈরি করেন, হাসপাতালের সংস্কার করেন এবং দুস্থদের খাবারের ব্যবস্থা করেন। ফলে স্থানীয়দের কাছে তার গ্রহণযোগ্যতা আকাশচুম্বী।

করাচিতে ক্ষমতা দখলের ইতিহাস

২০০৯ সালে লিয়ারির তৎকালীন ডন রেহমান ডাকাত পুলিশ হেফাজতে নিহত হওয়ার পর উজায়ের বালোচ নেতৃত্বের আসনে বসেন। রেহমান ডাকাত এলাকায় হেরোইন বন্ধ করে এবং সমাজসেবামূলক কাজ করে নিজের এক আলাদা ভক্তমহল তৈরি করেছিলেন। উজায়ের সেই লিগ্যাসিকেই বহন করে চলেছেন।

উজায়েরের বিরুদ্ধে হত্যা, কর ফাঁকি এবং চাঁদাবাজিসহ অসংখ্য মামলা রয়েছে। আদালতের গ্রেপ্তারি পরোয়ানা থাকলেও তিনি বুক ফুলিয়ে সাংবাদিকদের সাক্ষাৎকার দেন এবং সরকারি কর্মকর্তাদের সাথে উন্নয়ন প্রকল্প নিয়ে বৈঠক করেন। তার ভাষায়, আমি যখনই লিয়ারির মানুষের অধিকার নিয়ে কথা বলতে শুরু করেছি, তখনই আমাকে সন্ত্রাসী ও গ্যাংস্টার তকমা দেয়া হয়েছে। এগুলো শুধুই রাজনীতি।

রক্তক্ষয়ী অধ্যায় ‘লিয়ারি গ্র্যান্ড অপারেশন’

বাস্তবে করাচির লিয়ারি এলাকাটি ছিল সংকীর্ণ রাস্তা এবং ঘনবসতিপূর্ণ। সেখানে অপরাধ দমনে ২০১২ সালে পাকিস্তান পুলিশ ও রেঞ্জার্স যে অভিযান চালিয়েছিল, তাকেই ‘লিয়ারি গ্র্যান্ড অপারেশন’ বলা হয়।

২০১২ সাল নাগাদ উজায়ের বালোচের নেতৃত্বে ‘পিপলস আমান কমিটি’ লিয়ারি এলাকায় সমান্তরাল সরকার চালানো শুরু করে। চাঁদাবাজি, অপহরণ ও মাদক কারবারে এলাকাটি নরকে পরিণত হয়। তখন রাজনৈতিক চাপে পড়ে পাকিস্তান পিপলস পার্টি তাদের ঘনিষ্ঠ উজায়েরের বিরুদ্ধে অভিযান চালানোর সিদ্ধান্ত নেয়।

পুলিশ সুপার চৌধুরী আসলামের নেতৃত্বে এই অভিযান শুরু হয়। কিন্তু পুলিশ ভেতরে ঢোকার চেষ্টা করলেই গ্যাংস্টাররা হ্যান্ড গ্রেনেড, রকেট লঞ্চার এবং আধুনিক অস্ত্রশস্ত্র নিয়ে পাল্টা হামলা চালায়। প্রায় এক সপ্তাহ ধরে চলা এই লড়াইয়ে লিয়ারির রাস্তাগুলো যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছিল।

অভিযান চলাকালীন সাধারণ মানুষের বিদ্যুৎ ও পানি সরবরাহ বন্ধ হয়ে যায়। গলিগুলো এতই সরু ছিল যে পুলিশের সাঁজোয়া গাড়ি ভেতরে ঢুকতে পারছিল না। গ্যাংস্টাররা বাড়ির ছাদ থেকে পুলিশকে লক্ষ্য করে স্নাইপার রাইফেল ব্যবহার করছিলো।

শেষ পর্যন্ত পুলিশ ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয় এবং উজায়ের বালোচকে সেই সময় গ্রেপ্তার করতে ব্যর্থ হয়। তবে এই অপারেশন লিয়ারির গ্যাংস্টারদের প্রতি প্রশাসনের কঠোর মনোভাব স্পষ্ট করে দেয়। চৌধুরী আসলাম এই অপারেশনের পর গ্যাংস্টারদের এক নম্বর টার্গেটে পরিণত হন এবং ২০১৪ সালে এক বোমা হামলায় প্রাণ হারান।

উল্লেখ্য, ‘ধুরন্ধর’ সিনেমাটি মুক্তি পাওয়ার পর জনপ্রিয়তার সব রেকর্ড ভেঙে চলছে। সিনেমার মূল চরিত্র হামজার ভূমিকায় অভিনয় করেছেন রণবীর সিং, যিনি আন্ডারকভার এজেন্টের ভূমিকায় দারুণ অভিনয় করেছেন। তবে রেহমান ডাকাতে ভূমিকায় অক্ষয় খান্নার অভিনয় সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে। আর উজায়ের বালোচের চরিত্র অভিনয় করেছেন উজায়ের দানিশ পান্ডোর।