নাটোরে বাস-ট্রাক সংঘর্ষে তিনজন নিহত ও ১৫ জন আহত হয়েছেন।
বুধবার সকালে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের মানিকপুরে এ দুর্ঘটনা ঘটে। আহতদের বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার আ ফ ম আনোয়ার হোসেন জানান, বুধবার ১০টার দিকে বড়াইগ্রামের মানিকপুরে নাটোর থেকে সিরাজগঞ্জগামী আর পি রোকেয়া পরিবহনের সঙ্গে একটি ট্রাকের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত ও ১৫ জন আহত হন। নিহতদের পরিচয় জানা যায়নি। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে।