বগুড়া প্রতিনিধি : বগুড়ার শেরপুরে বাস-ট্রাক সংঘর্ষে দুজন নিহত ও কমপক্ষে ২৫ জন আহত হয়েছেন ।
রোববার দিবাগত রাত ৩টার দিকে শেরপুর উপজেলার মির্জাপুর আমবাগান এলাকায় এ দুর্ঘটনা ঘটে। হতাহতদের পরিচয় জানা যায়নি।
বগুড়া শহরের ছিলিমপুর টাউন পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (টিএসআই) শাহ আলম বলেন, মির্জাপুর আমবাগান এলাকায় রংপুর থেকে ঢাকাগামী একটি বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষে ঘটনাস্থলেই একজন নিহত ও কমপক্ষে ২৬ জন আহত হন। আহতদের বগুড়া জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ভোরে হাসপাতালে আরো একজন মারা যান।