
নিজস্ব প্রতিবেদক : রাজধানীর মহাখালীতে চলন্ত বাসের বাইরে মাথা বের করায় ল্যাম্পপোস্টে বাড়ি লেগে সাকিবুল ইসলাম ওরফে রাশেদুল (১৮) নামে এক এসএসসি পরীক্ষার্থী মারা গেছে।
মঙ্গলবার সকালে রাজধানীর মহাখালীর আমতলিতে এ দুর্ঘটনা ঘটে।
বনানীর থানার সহকারী উপরিদর্শক (এএসআই) জাকির হোসেন জানান, ‘সকালে পরীক্ষা দিতে বাড্ডার বাসা থেকে বের হয়ে বাসে করে ক্যান্টনমেন্টের উদ্দেশে রওনা দেয় সাকিবুল। মহাখালীর আমতলিতে পৌঁছালে সে বাসের জানালা দিয়ে মাথা বাইরে বের করে দেয়। এ সময় মাথায় ল্যাম্পপোস্টের বাড়ি লেগে গুরুতর আহত হয়। সাকিবুলকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে তার মরদেহ ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়।
নিহতের বাবা জাহাঙ্গির জানান, সাকিবুল বনানী বিদ্যা নিকেতন থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল। তার পরীক্ষার কেন্দ্র ছিল ক্যান্টনমেন্ট এলাকায় শহীদ রমিজ উদ্দিন স্কুল অ্যান্ড কলেজ।