বাস-পিকআপ সংঘর্ষে নিহত ৩

কক্সবাজার

কক্সবাজার প্রতিনিধি : চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় যাত্রীবাহী বাস ও পিকআপের (হিউম্যান হলার) সংঘর্ষে তিনজন নিহত হয়েছে।এতে   আহত হয়েছে আরো ১০ জন।

শুক্রবার বেলা তিনটার দিকে চকরিয়ার ফাঁসিয়াখালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের  নাম-পরিচয় জানা যায়নি।

মালুমঘাট হাইওয়ে পুলিশের সার্জেন্ট আশিকুর রহমান জানান, কক্সবাজারগামী সৌদিয়া পরিবহন ও চকরিয়াগামী যাত্রীবাহী পিকআপের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই ৩ জন নিহত হন।

এ ছাড়া আহত অবস্থায় ১০ জনকে উদ্ধার করে চকরিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়েছে। নিহতরা সবাই যাত্রীবাহী পিকআপের যাত্রী।