বাহুবলি-টু’র কোন পাঁচটি ভুল

বিনোদন ডেস্ক : বাহুবলি ফ্র্যাঞ্চাইজির ‍দুই সিনেমা বাহুবলি-দ্য বিগিনিং ও বাহুবলি-দ্য কনক্লুশন বা বাহুবলি-টু। ২০১৫ সালে মুক্তিপ্রাপ্ত বাহুবলি-দ্য বিগিনিং সিনেমা মুক্তির পর থেকে ক্লাইমেক্স দৃশ্য নিয়ে এক রকম রহস্যেই ছিলেন দর্শক। কাটাপ্পা কেন বাহুবলিকে হত্যা করলেন তা জানতে প্রায় দুই বছর অপেক্ষা করতে হয়েছে দর্শকের।

অবশেষে গত ২৮ এপ্রিল মুক্তি পেয়েছে বাহুবলি-দ্য কনক্লুশন। দর্শক পেয়েছেন তাদের কাঙ্ক্ষিত প্রশ্নের উত্তর। এদিকে মুক্তির পর থেকেই একটির পর একটি রেকর্ড ভাঙছে বাহুবলি-টু। ভারতের ইতিহাসে সবচেয়ে বেশি আয়ের সিনেমার তালিকায় এখন শীর্ষে সিনেমাটি। দর্শক, সমালোচক থেকে শুরু করে অভিনয়শিল্পীরা সিনেমাটির ভূয়সী প্রশংসা করেছেন।

কিন্তু ভারতের দক্ষিণী সিনেমার নির্মাতা ভিগনেশ শিব বাহুবলির পাঁচটি ভুল বের করেছেন। শুধু তাই নয় ভুলগুলো লিখে মাইক্রোব্লগিং সাইট টুইটারে পোস্টও করেছেন তিনি।

আসলে ভুল বলে উল্লেখ করলেও বাহুবলি-টু’র প্রশংসাই করেছেন ভিগনেস। এ টুইটের জবাবে বাহুবলি টু’র পরিচালক রাজামৌলি ভিগনেসকে ধন্যবাদও জানিয়েছেন।

চলুন জেনে নিই বাহুবলি-টু’র কোন পাঁচটি ভুল ধরেছেন ভিগনেস।

১. মাত্র ১২০ রুপির বিনিময়ে এত ভালো একটি সিনেমা দেখানো ভুল। অতিরিক্ত অর্থ প্রদানের জন্য নির্মাতাদের উচিত ছিল একটি দানবাক্স রাখা অথবা প্রযোজকের অ্যাকাউন্ট নম্বর বা ঠিকানা দেয়া।

২. সিনেমাটির দৈর্ঘ্য খুবই ছোট। মাত্র তিন ঘণ্টায় এতো সুন্দর অভিজ্ঞতা শেষ হোক তা কেউ চাইবে না।

৩. সিনেমার বিস্তারিত ব্যাখ্যা এবং নির্মাণে নিপুণতা অন্য নির্মাতাদের আত্মবিশ্বাস ভেঙে দিবে। তারা নিজেদের কাজ নিয়ে চিন্তায় পড়ে যাবে।

৪. আরো ১০টি পর্বের পর বাহুবলি কনক্লুশন হওয়া দরকার ছিল, তাহলে নিকট ভবিষ্যতে আমরা আরো অবাক করা কিছু পর্দায় দেখতে পেতাম।

৫. ‘সামনে খুবই কঠিন সময়! রেকর্ড গড়া খুবই কঠিন বিষয়! ভারতীয় ইতিহাসে এই রেকর্ড ভাঙতে কত সময় লাগবে জানি না।’ ভিগনেসের মতে, এটিও একটি ভুল।