বিনোদন ডেস্ক : ২০১৫ সালে মুক্তিপ্রাপ্ত বাহুবলি-দ্য বিগিনিং সিনেমার সিক্যুয়েল বাহুবলি-দ্য কনক্লুশন। সিনেমাটি নিয়ে দর্শকের আগ্রহের শেষ নেই।
আজ শনিবার (২২ অক্টোবর) ১৮তম মুম্বাই ফিল্ম ফেস্টিভ্যালে (মামি) প্রকাশিত হয় বাহুবলি-টু অর্থাৎ বাহুবলি-দ্য কনক্লুশন সিনেমার ফার্স্ট লুক। প্রকাশনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেতা প্রভাস, অভিনেত্রী তামান্না ভাটিয়াসহ অন্যান্য কলাকুশলীরা।
এতে দেখা যায়, মহেন্দ্র বাহুবলি অর্থাৎ প্রভাসের এক হাতে তলোয়ার এবং অন্যহাতে শিকল দিয়ে বাঁধা। প্রভাসের জন্মদিন উপলক্ষে এ ফার্স্ট লুক প্রকাশ করা হয়েছে। এ জন্য এ অভিনেতাকে জন্মদিনের শুভেচ্ছাও জানানো হয়েছে। মাইক্রোব্লগিং সাইট টুইটারে প্রকাশিত ছবির ক্যাপশন দেওয়া হয়েছে, ‘মহেন্দ্র বাহুবলি আসছেন।’
জানা গেছে, অক্টোবরের মধ্যেই সিনেমার শুটিং শেষ করবেন নির্মাতা। এরপর শুরু হবে ভিএফএক্স’র কাজ। ২০১৭ সালের ২৮ এপ্রিল, প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি। বাহুবলি-দ্যকনক্লুশন সিনেমায় অভিনয় করছেন, প্রভাস, রানা দাগ্গুবতি, তামান্না, আনুশকা শেঠি, সত্যরাজ, রামায়া কৃষ্ণা সহ অনেকে।