
বিনোদন ডেস্ক : গত ২৮ এপ্রিল মুক্তি পেয়েছে বাহুবলি-দ্য কনক্লুশন বা বাহুবলি-টু সিনেমাটি। চলতি বছরের বহুল প্রতীক্ষিত সিনেমাগুলোর একটি এটি। মুক্তির আগে থেকেই একের পর এক রেকর্ড গড়েছে। মুক্তির পরও বেশ কয়েকটি রেকর্ড ভেঙেছে। চলুন জেনে নিই, এখন পর্যন্ত বাহুবলি-টু সিনেমার গড়া রেকর্ডগুলো।
১. প্রথম উইকেন্ডে সবচেয়ে বেশি আয় করা ভারতীয় সিনেমা বাহুবলি-টু।
২. বাহুবলি-টু’র মুক্তির প্রথম দিনে ৯৫ শতাংশ দর্শক প্রেক্ষাগৃহে উপস্থিত ছিলেন যা নতুন রেকর্ড।
৩. প্রথম দিনে সবচেয়ে বেশি আয়ের ভারতীয় সিনেমা বাহুবলি-টু। কাবিল, দঙ্গল, সুলতান, প্রেম রতন ধন পায়ো, হ্যাপি নিউ ইয়ার সিনেমার প্রথম দিনের আয় পেছনে ফেলে ১২১ কোটি রুপি আয় করে সিনেমাটি।
৪. বাহুবলি-টু প্রথম ভারতীয় সিনেমা যা প্রথম দিনে ১০০ কোটি রুপি আয় করেছে।
৫. বিশেষ ছুটির দিন ব্যতীত মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলোর মধ্যে প্রথম দিনে সবচেয়ে বেশি আয়ের সিনেমা বাহুবলি-টু।
৬. প্রথম ভারতীয় সিনেমা যা মার্কিন যুক্তরাষ্ট্রে ৮০০ পর্দায় মুক্তি পেয়েছে।
৭. হিন্দিসহ বেশ কয়েকটি ভাষায় ডাবিং করে বাহুবলি-টু মুক্তি দেয়া হয়। ডাবিংয়ে মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলোর মধ্যে প্রথম দিনে সবচেয়ে বেশি আয় করা সিনেমা এটি।
৮. সবচেয়ে দ্রুত ১০০ ও ২০০ কোটির মাইলফলক স্পর্শ করা সিনেমা বাহুবলি-টু।
৯. প্রথম তিন দিনে শুধু হিন্দি সংস্করণে ১২৮ কোটি আয় করেছে বাহুবলি-টু, যা নতুন রেকর্ড।
১০. তামিল, তেলেগু ও মালায়ালাম সংস্করনে প্রথম দিনে রেকর্ড ৮০ কোটি রুপি আয় করেছে বাহুবলি-টু।
১১. মুক্তির চতুর্থ দিনে হিন্দি সংস্করনে ৩৭ কোটি রুপি আয় করেছে বাহুবলি-টু, যা এখন পর্যন্ত সর্বোচ্চ।
১২. প্রথম দিনে অন্ধ্র প্রদেশ ও তেলেঙ্গানায় ৫৩ কোটি রুপি আয় করে বাহুবলি-টু, যা নতুন রেকর্ড।
১৩. অগ্রিম টিকিট বিক্রির ক্ষেত্রে সর্বোচ্চ আয়ের রেকর্ড গড়েছে বাহুবলি-টু। এর আগে দঙ্গল সিনেমার রেকর্ড ছিল ১৮ কোটি রুপি। এ রেকর্ড ভেঙে ৩৬ কোটি রুপি আয় করেছে বাহুবলি-টু।
১৪. বুকমাইশো ওয়েবসাইটের তথ্যমতে, প্রতি ১২ সেকেন্ডে বাহুবলি-টু সিনেমার একটি করে অগ্রিম টিকিট বিক্রি হয়েছে যা নতুন রেকর্ড।
১৫. ২৪ ঘণ্টায় বাহুবলি-টু সিনেমার ১ মিলিয়ন টিকিট বিক্রি হয়েছে। বুকমাইশো-এর বিবৃতি অনুযায়ী, আমির খান অভিনীত দঙ্গল সিনেমার সর্বোচ্চ অগ্রিম টিকিট বিক্রির রেকর্ড ভেঙে দিয়েছে বাহুবলি-টু।