
বিস্কুট চকলেট ও কফির অনন্য স্বাদে ভরা মোকা বিস্কুট।
আসুন জেনে নিই, কীভাবে বাসায় সহজে মোকা বিস্কুট তৈরি করবেন।
আসুন তাহলে আজ আমরা জেনে নিই বাসায় সহজে মোকা বিস্কুট তৈরির পদ্ধতি।
উপকরণ
১. এক চা চামচ বাটার
২. এক চা চামচ আইসিং সুগার
৩. আধা কাপ কোকো পাউডার
৪. আধা কাপ ময়দা
প্রস্তুত প্রণালি
প্রথমে বাটিতে বাটার ও আইসিং সুগার নিয়ে বিট করুন। এতে কোকো পাউডার ও ময়দা দিয়ে ভালোভাবে মেখে বলের শেপ করে ট্রেতে সাজিয়ে ইলেকট্রিক ওভেনে ১৬০ ডিগ্রি তাপমাত্রায় ২০ মিনিট বেক করে পরিবেশন করুন।