বাড়ি ছাড়ার নোটিশ নিধিকে

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী নিধি আগরওয়ালকে বাড়ি ছাড়ার নোটিশ দিয়েছে মুম্বাইয়ের একটি হাউজিং সোসাইটি। ভারতীয় একটি সংবাদমাধ্যম এ খবর প্রকাশ করেছে।

প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়েছে, মুম্বাইয়ের বান্দ্রার একটি ফ্ল্যাটে তার কলেজের এক বন্ধুর সঙ্গে প্রায় ৬ মাস ধরে বসবাস করছেন নিধি। সোসাইটি সাধারণত অবিবাহিত ও অভিনয়শিল্পীদের বাসা ভাড়া দেয় না।  কারণ তাদের টাকা অবৈধভাবে আসে।  তাই নিধি এখন নতুন বাড়ি খুঁজছেন।

নিধি বলেন,  ‘আমি অবিবাহিত ও একজন অভিনেত্রী। তাই আমাকে থাকতে দেওয়ার বিষয়ে তাদের আপত্তি। এখন পর্যন্ত মুম্বাইতে এটাই সবচেয়ে বড় বাধার সম্মুখীন হলাম।  এখন নতুন বাড়ি খুঁজছি।  কিন্তু  বাড়ি পাওয়াটা অসম্ভব কঠিন।’

হাউজিং সোসাইটির কাছে প্রতিবেশীরা অভিযোগ করেছেন, তারা নাকি নিধির পাশে বসবাস করতে স্বাচ্ছন্দ্যবোধ করেন না।  তবে তারা কী ধরণের সমস্যার মুখোমুখি হচ্ছেন তা জানেন না নিধি।

‘মুন্না মাইকেল’ শিরোনামের সিনেমায় টাইগার শ্রফের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন নিধি আগরওয়াল। এ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক ঘটতে যাচ্ছে এই অভিনেত্রীর। আগামী  ২১ জুলাই মুক্তি পাবে সিনেমাটি।