বাড়ি থেকে তুলে নিয়ে তরুণীকে ধর্ষণ, আটক ২

জেলা প্রতিবেদকঃ বাড়ি থেকে তরুণীকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগে বরিশালের হিজলায় ২ জন আটক করেছে পুলিশ। শুক্রবার ওই উপজেলার নরসিংপুর গ্রাম থেকে তাদের আটক করা হয়।

আটকৃতরা হলেন, ওই উপজেলার নরসিংহপুর গ্রামের মো. নজরুক ইসলামের ছেলে জাহাঙ্গীর কাজী (৪৮) ও একই গ্রামের মৃত সফিজ উদ্দিনের ছেলে খালেক দেওয়ান (৫২)।

হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অসীম কুমার সিকদার জানান, বুধবার রাতে জাহাঙ্গীর কাজী ও তার সহযোগী খালেক দেওয়ান মিলে ওই তরুণীকে তুলে নিয়ে যায়। প্রায় আধা কিলোমিটার দূরে একটি কলাবাগানে নিয়ে ওই তরুণীকে ধর্ষণ করেন জাহাঙ্গীর কাজী। ঘটনাটি কাউকে জানালে মেরে ফেলার হুমকি দেয়া হয়। এরপর ঘটনাটি গোপন রাখার চেষ্টা করেন তরুণী। পরে বিষয়টি জানাজানি হলে শুক্রবার তরুণীর বাবা মামলা দায়ের করেন।