বাড়ি ফিরেছেন কাজী হায়াৎ

হাসপাতাল থেকে বাসায় ফিরছেন চলচ্চিত্র নির্মাতা ও অভিনেতা কাজী হায়াৎ। শারীরিক অবস্থার উন্নতি হওয়ার ছাড়পত্র পেয়েছেন তিনি। রোববার (২৮ মার্চ) দুপুরে হাসপাতাল থেকে বাসায় নেওয়া হয়েছে তাকে।

বিষয়টি নিশ্চিত করে কাজী মারুফ বলেন, নমুনা পরীক্ষা করে আব্বার করোনার ফলাফল নেগেটিভ আসছে। তারপরই হাসপাতাল কর্তৃপক্ষ আমাদের বাসায় যাওয়ার অনুমতি দিয়েছে। দেশবাসীর কাছে কৃতজ্ঞতা আর আল্লাহ কাছে শুকরিয়া প্রকাশ করছি।

উল্লেখ, ২ মার্চ করোনা প্রতিরোধের টিকা নিয়েছিলেন কাজী হায়াৎ। ৬ মার্চ করোনায় আক্রান্ত হন তিনি। তার ফুসফুসের ৪০ শতাংশ ক্ষতিগ্রস্ত হয়েছিল। তারপর চিকিৎসকদের পরামর্শে বাসায় তার চিকিৎসা চলছিল। কিন্তু শারীরিক অবস্থার অবনতি হওয়ায় (১৬ মার্চ) হাসপাতালে ভর্তি করা হয়েছিল নির্মাতা ও অভিনেতা কাজী হায়াতকে। অবস্থা আরো খারাপ হওয়ায় ২১ মার্চ বিকেল ৪টার দিকে আইসিইউতে নেয়া হয় তাকে।