হামলাকারীদের গ্রেপ্তারের দাবি

বায়তুল মোকাররমের সামনে হেফাজত ইসলামের বিক্ষোভ

বায়তুল মোকাররমের সামনে পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার (২ এপ্রিল) জুমার নামাজের পর হেফাজত ইসলামের নেতাকর্মী নিহতের প্রতিবাদে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে বিক্ষোভ সমাবেশ করেছে হেফাজতে ইসলাম। তবে সমাবেশের পর বিক্ষোভ মিছিলের ঘোষণা থাকলেও সহিংসতার আশঙ্কায় তা প্রত্যাহার করে নিয়েছে সংগঠনটি।

সমাবেশে হেফজতের কেন্দ্রীয় ও মহানগরের নেতাকর্মীরা অংশ নেন। এতে সভাপতিত্ব করেন সংগঠনের কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব জুনায়েদ আল হাবিব।

বায়তুল মোকাররমের সামনে সমাবেশে তিনি বলেন, গ্রেফতার আতঙ্কে ব্রাহ্মণবাড়িয়ায় ঘরে কোনো পুরুষ থাকতে পারছেন না। কিন্তু প্রকৃত দোষীরা গ্রেফতার হচ্ছে না। উল্টো ওইদিনের ঘটনায় যারা নিহত হয়েছেন, তাদের পরিবারের সদস্যদের গ্রেফতার-হয়রানি করা হচ্ছে। যিনি মাদরাসায় হামলা করলেন, সন্ত্রাসী বাহিনী দিয়ে ককটেল মারলেন, গুলি করে মানুষ হত্যা করলেন; তাদের কিছুই হচ্ছে না। মোকতাদির এমপি ও তার বাহিনী অবাধে ঘুরছে। আমরা তার গ্রেফতার চাই।’

তিনি বলেন, ‘করোনা আতঙ্কের কথা বলে এখন মাদরাসা বন্ধের পাঁয়তারা চলছে। গত রমজানের মতো তারাবি ও নামাজ বন্ধের পায়তারা চলছে। এ দফায় এমন করা হলে কঠোর আন্দোলন হবে। ধর্মপ্রাণদের করোনার ভয় দেখিয়ে লাভ নেই।’

যুগ্ম মহাসচিব মামুনুল হক বলেন, ‘সরকার হেফাজতের ভাবমূর্তি নষ্ট করতে নাটক বানাচ্ছে। মাদরাসা থেকে ছুরি উদ্ধার করে ছাত্রদের সন্ত্রাসী বানাতে চাচ্ছে। ওগুলো কোরবানির ছুরি ছিল। যেগুলো না হলে দেশের পশুপাখির গোশত হালালভাবে খেতে পারতেন না। সরকারের ক্ষমতায় থাকার অধিকার নেই। আগামী বাংলাদেশ হেফাজতের বাংলাদেশ। যত অপপ্রচার চালান হেফাজতকে রুখতে পারবেন না। হেফাজত কারও পক্ষে নয়। দেশের প্রয়োজনে, ইসলামের প্রয়োজনে হেফাজত মাঠে রয়েছে, থাকবে। তিনদিনে ২০ জন শহীদ হয়েছে। প্রয়োজনে আরও রক্ত দেব।’

হেফাজতের কর্মসূচিকে ঘিরে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে বায়তুল মোকাররম এলাকায় নেয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা। জুমার নামাজের আগে থেকেই বায়তুল মোকাররম এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে আইন-শৃঙ্খলা বাহিনী।