
বিউটি পার্লারে হোম সার্ভিসের কথা বলে বাসায় ডেকে নিয়ে এক বিউটিশিয়ানকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৩ অক্টোবর) তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনার এইচ এম আজিমুল হক এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, দুপুর ২টায় এ নিয়ে এক সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।
অনলাইনে অর্ডার পেয়ে বাসায় বাসায় গিয়ে বিউটি পার্লারের কাজ করতেন এক নারী (২৫)। মঙ্গলবার (১১ অক্টোবর) রাতে রাজধানীর ধানমন্ডিতে এমনই এক ফোনকল পেয়ে সেখানে গিয়ে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হন ওই নারী। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন।
পুলিশ বলছে, সংঘবদ্ধ এ ধর্ষণে জড়িত বাকিদের গ্রেফতারে অভিযান চলছে।