বিএনপিতে যোগদান করলেন ধোবাউড়া শহীদ পরিবারের সদস্যরা

জুলাই গণঅভ্যুত্থানে ধোবাউড়ার শহীদ পরিবারের সদস্যরা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী সৈয়দ এমরান সালেহ প্রিন্সকে সমর্থন জানিয়ে বিএনপিতে যোগদান করেছেন।

সোমবার (২৪ নভেম্বর) সকালে শহীদ পরিবারের সদস্যদের বিএনপিতে যোগদান উপলক্ষে ধোবাউড়া উপজেলা সদরে জেলা পরিষদ ডাকবাংলো কনফারেন্স হলে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের অয়োজন করা হয়। বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন।

যোগদানকারীরা হলেন- চব্বিশের জুলাইয়ে ঢাকার মহাখালীতে পুলিশের গুলিতে নিহত ঘোষগাঁও ইউনিয়নের জরীপাপাড়া নিবাসী শহীদ শাহজাহানের মা সাজেদা বেগম, ৫ আগস্ট বাড্ডায় পুলিশের গুলিতে নিহত শহীদ সোহেল মিয়ার বাবা আবদুল হাকিম, আজমপুরে পুলিশের গুলিতে নিহত শহীদ মাজেদুল ইসলামের বাবা আবদুল মান্নান, ভাই জালাল উদ্দিন, সাভারে পুলিশের গুলিতে নিহত শহীদ মাওলানা সাদেকুর রহমানের ভাই হাফেজ মাওলানা সাদ্দাম হোসেন।

তারা প্রাথমিক সদস্য ফরম পূরণপূর্বক ২০ টাকা চাঁদা দিয়ে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন। বিএনপির যুগ্ম মহাসচিব তাদের হাতে দলের প্রাথমিক সদস্য পদের স্বীকৃতিপত্র তুলে দেন। পরে উপজেলা বিএনপির নেতারা তাদের ফুলের মালা দিয়ে বরণ করে নেন।

এ সময় এমরান সালেহ প্রিন্স শহীদ পরিবারের সদস্যদের বিএনপিতে স্বাগত জানিয়ে বলেন, বিএনপিতে তাদের যোগদান গণতান্ত্রিক অভিযাত্রার জন্য ঐতিহাসিক ও প্রেরণাদায়ক। বিএনপি গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ করে এবং বিএনপির পক্ষেই এ চেতনা বাস্তবায়ন সম্ভব। সেজন্য গণঅভ্যুত্থানের শহীদ পরিবারের সদস্যরা বিএনপির পক্ষে অবস্থান ঘোষণা করেছেন। শহীদের রক্তের ঋণ পরিশোধ করতে বিএনপি গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষায় নতুন বাংলাদেশ গড়ার অঙ্গীকারে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে।

তিনি বলেন, বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের প্রতিটি অধ্যায় শহীদদের রক্তে লেখা। ধোবাউড়া শহীদ পরিবারের সদস্যরা বিএনপিতে যোগদান করে শুধু একটি দলের সঙ্গে যুক্ত হননি। তারা শহীদদের অপূর্ণ স্বপ্ন পূরণের জাতীয় অভিযাত্রায় শামিল হয়েছেন। শহীদের রক্ত বৃথা যেতে পারে না।

তিনি আরও বলেন, আওয়ামী শাসকগোষ্ঠী দেশে একদলীয় দমননীতি চাপিয়ে দিয়ে জনগণের ভোটাধিকার ছিনিয়ে নিয়ে দেশকে অন্ধকার যুগে নিয়ে গিয়েছিল। সেই অন্ধকার পরিস্থিতি থেকে মুক্ত করতে ১৫ বছরের ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের ধারাবাহিকতায় ছাত্র-জনতা গণঅভ্যুত্থানে আওয়ামী ফ্যসিবাদের পতন ঘটিয়েছে। গণঅভ্যুত্থানের চেতনা নিয়ে বিএনপি জনগণের ক্ষমতা জনগণের কাছে ফিরিয়ে দিতে প্রস্তুত।

শহীদ পরিবারের সদস্যরা তাদের বক্তব্যে আসন্ন নির্বাচনে এমরান সালেহ প্রিন্সকে সমর্থন জানিয়ে বলেন, প্রিন্সকে মনোনয়ন প্রদান করে বিএনপি হালুয়াঘাট ও ধোবাউড়ার জনগণের প্রত্যাশার প্রতি সম্মান জানিয়েছে। নির্বাচনি এলাকার জনগণ তার ওপর আস্থা ও বিশ্বাস রাখে। জনগণ মনে করে প্রিন্সের পক্ষেই জনপ্রত্যাশা অনুযায়ী অবহেলিত হালুয়াঘাট ও ধোবাউড়ার উন্নয়ন সম্ভব।

আশা প্রকাশ করে তারা বলেন, বিএনপি গণঅভ্যুত্থানের আকাঙক্ষা বাস্তবায়ন করতে পারবে। বিএনপিকে সবার সহযোগিতা করতে হবে, যাতে বিএনপি জনপ্রত্যাশা অনুযায়ী কাজ করতে পারে।

এ সময় ধোবাউড়া উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক আযহারুল ইসলাম কাজল, সদস্য সচিব আনিসুর রহমান মনিক, যুগ্ম আহ্বায়ক আবদুল কুদ্দুস, জেলা যুবদলের সহ-সভাপতি আবুল কাশেম ডলার, উপজেলা কৃষক দলের আহ্বায়ক নয়ন মণ্ডল, যুবদল নেতা ফারুক হোসেন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জালাল উদ্দিন, মৎস্যজীবী দলের সদস্য সচিব শামীম হোসেন উপস্থিত ছিলেন।