বিএনপির অবস্থা মুসলিম লীগের মতো : হানিফ

নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, ‘বিএনপি বারবার রাজনীতিতে ভুল করে। তাদের অবস্থা এখন মুসলিম লীগের মতো।’

মঙ্গলবার বিকেলে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের বর্ধিত সভায় তিনি এসব কথা বলেন। ৩ নভেম্বর জেলহত্যা দিবসের কর্মসূচি সফলের লক্ষ্যে এ সভা হয়।

মাহবুব উল আলম হানিফ বলেন, ‘গত আট বছরে আওয়ামী লীগ সরকার দেশের যে উন্নয়ন করেছে, দেশের মানুষের ভাগ্যোন্নয়ন করেছে, এখন বিএনপির পক্ষে এই উন্নয়ন ও অগ্রযাত্রার বিপক্ষে রাজনীতি করার সুযোগ নেই। বিএনপি বুঝতে পেরেছে ১৯৭১ সালে স্বাধীনতাযুদ্ধের সময়ে মুসলিম লীগ যেমন বাঙালি জাতির বিরুদ্ধে অবস্থান নিয়ে স্বাধীনতার পর আস্তে আস্তে বিলীন হয়ে গেছে। বিএনপির কিন্তু আজ ঠিক একই অবস্থা। মির্জা ফখরুল সাহেবরা আজকে বুঝতে পেরেছেন, জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়ে, ভুল রাজনীতি করার কারণে আজকে তারা জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে।’

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবুল হাসনাতের সভাপতিত্বে বর্ধিত সভায় আরো উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রাজ্জাক, সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, ঢাকা মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি আবু আহম্মেদ মান্নাফি, সাধারণ সম্পাদ শাহে আলম মুরাদ, যুগ্ম-সাধারণ সম্পাদক আবদুল হক সবুজ, দিলীপ রায়, সাংগঠনিক সম্পাদক মোর্শেদ কামাল, হেদায়েতুল ইসলাম স্বপন প্রমুখ।