বিএনপির কথায় মানুষ আন্দোলনে নামবে না

নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা : বিএনপি-জামায়াতের কথায় দেশের মানুষ আর আন্দোলনে নামবে না বলে মন্তব্য করেছেন নৌ-পরিবহণ মন্ত্রী শাহজাহান খান।

তিনি বলেন, ‘বিএনপি-জামায়াত যত চেষ্টাই করুক, তারা কিন্তু রাজনীতিতে কুঁজো হয়ে গেছে। তারা আন্দোলন আন্দোলন করতে পারবেন, বাংলার মানুষ তাদের কথায় আর আন্দোলনে মাঠে নামবে না।’

‘আন্তর্জাতিক কাস্টমস দিবস ২০১৭’- উপলক্ষে কুমিল্লায় কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট আয়োজিত ‘তথ্য উপাত্তের পর্যালোচনা, কার্যকর সীমান্ত ব্যবস্থাপনা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন। কুমিল্লা টাউনহল মিলনায়তনে বৃহস্পতিবার এ সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারে বক্তব্য রাখেন বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান তপন কুমার চক্রবর্তী, জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য মো. ফিরোজ শাহ আলম, কুমিল্লা জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর আলম প্রমুখ।