
নিজস্ব প্রতিবেদক : বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ও দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনকে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ।
২০০৪ সালের ২১ আগস্ট আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জনসভায় গ্রেনেড হামলা নিয়ে বিরূপ মন্তব্য করায় এ দাবি জানান তিনি।
শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ ফেৎনা প্রতিরোধ কমিটি আয়োজিত এক মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ দাবি জানান।
হাছান মাহমুদ বলেন, ‘বিএনপির নিজেদের কোনো রাজনীতি নেই। একেক সময় একেক ইস্যু নিয়ে, অন্যের ইস্যু ধার করে তারা রাজনীতি করে।’
গতকাল (বৃহস্পতিবার) রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে রিজভী বলেছেন, ‘তৎকালীন বিএনপি সরকারকে বিব্রত করতে আওয়ামী লীগ পরিকল্পিতভাবে ২১ আগস্ট গ্রেনেড হামলা ঘটিয়েছে। এর তীব্র বিরোধীতা করে হাছান মাহমুদ বলেন, রিজভী আহমেদ অত্যন্ত আপত্তিকর কথা বলেছেন, ২১ আগস্ট গ্রেনেড হামলা চালানো হয় প্রকাশ্য দিবালোকে। শেখ হাসিনার সমাবেশে বৃষ্টির মতো গ্রেনেড ছুঁড়ে তাকে হত্যার অপচেষ্টা চালানো হয়। আর হত্যাকাণ্ডের নীল নকশা হাওয়া ভবনে বসে হয়েছিল।’
তিনি বলেন, ‘যারা আসামি তারা তাদের স্বীকারোক্তিতে একথা বলেছে। তৎকালীন চার দলীয় জোটের তত্ত্বাবধানে এবং হাওয়া ভবনে তারেক রহমানের পরিচালনায় হত্যাকাণ্ড পরিচালিত হয়েছিল। এটা আদালতে প্রমাণিত, দিবালোকের মতো সত্য। সমগ্র পৃথিবী সেটা দেখেছে। হামলায় ২৪ জন নিহত এবং শেখ হাসিনাসহ প্রায় ৫০০ নেতা-কর্মী আহত হন।’
হামলা নিয়ে রিজভী আহমেদ এ ধরনের বক্তব্য দেওয়ায় তাকে আইনের আওতায় এনে জিজ্ঞাসাবাদ করার জন্য সরকারের প্রতি দাবি জানান হাছান মাহমুদ।
তিনি বলেন, ‘হত্যাকাণ্ডের মদদদাতাদের সঙ্গে তিনিও যুক্ত ছিলেন কি না তাকে আইনের আওতায় এনে জিজ্ঞাসাবাদ করা হোক। হত্যাকাণ্ডের দায়-দায়িত্ব একা তারেক রহমানের নয়, সেদিন রাষ্ট্রীয় ক্ষমতায় ছিলেন খালেদা জিয়া। রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় সেদিনের হামলা চালানো হয়েছিল। তাই হত্যাকাণ্ডের দায় খালেদা জিয়াও এড়াতে পারেন না।’
গ্রেনেড হামলা নিয়ে মোশাররফ হোসেনও বিরূপ মন্তব্য করেছেন। এজন্য রিজভী আহমেদ, মোশাররফ হোসেনসহ হামলা নিয়ে যারা উল্টাপাল্টা বক্তব্য দিচ্ছেন তাদের প্রয়োজনে আইনের আওতায় এনে, গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদের দাবি জানান তিনি।
তিনি বলেন, ‘রিজভী আহমেদ, মোশাররফ হোসেন যে বক্তব্য দিয়েছেন হত্যাকাণ্ডের সঙ্গে তাদের সংশ্লিষ্টতা থাকতে পারে। এজন্য তাদের আইনের আওতায় এনে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করা হোক।’
মানববন্ধনে প্রাক্তন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, আওয়ামী লীগ নেতা এম এ হালিম, বাংলাদেশ মানবাধিকার আন্দোলনের সভাপতি মাওলানা খাজা মহিব উল্লাহ শান্তিপুরী, কবীর চৌধুরী তন্ময়, আবু আহাদ আল মামুন, আশরাফ আলী হাওলাদার প্রমুখ উপস্থিত ছিলেন।