জ্যেষ্ঠ প্রতিবেদক : বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগপত্র দায়ের এবং দলের যুগ্ম মহাসচিব হাবিব উন নবী সোহেলকে ফের গ্রেপ্তার করে রিমান্ডে নেওয়ার প্রতিবাদে দুই দিনের কর্মসূচি দিয়েছে জাতীয়তাবাদী স্বেচ্ছোসেবক দল।
বুধবার সারাদেশের জেলা ও মহানগরীতে ও বৃহস্পতিবার থানা, পৌর এবং উপজেলা পর্যায়ে বিক্ষোভ মিছিল করবে সংগঠনটি।
মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবু ও সাধারণ সম্পাদক আব্দুল কাদের ভূঁইয়া জুয়েল এ কর্মসূচির ঘোষণা দেন।
বিজ্ঞপ্তিতে সংগঠনের শীর্ষ দুই নেতা বলেন, ‘এই মামলাবাজ সরকার আদের অবৈধ ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য গোটা দেশকে এক কারাগারে পবিণত করেছে। দেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী, গণতন্ত্র পুনরুদ্ধারে যিনি সমগ্র জাতির নেতৃত্ব দিচ্ছেন, তাকে একের পর এক হাস্যকর মামলা দিয়ে হয়রানি করছে।’
হাবিব উন নবী সোহেলকে পুনরায় গ্রেপ্তার দেখিয়ে রিমান্ডে নেওয়ার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তার মুক্তি দাবি করেন।