
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর কেন্দ্রীয় ঘোষিত সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচি ২০২৫ উপলক্ষে মানিকগঞ্জ সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের স্থানীয় নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৯ আগস্ট) সকাল ১১টায় জেলা শহরের নিজ বাসভবনে দলীয় কার্যালয়ে এ সভার আয়োজন করেন বিএনপির সিনিয়র নেতা ও সাবেক দুইবারের সদর উপজেলা চেয়ারম্যান মোঃ আতাউর রহমান আতা।
সভায় তিনি স্থানীয় নেতাকর্মীদের মধ্যে নতুন সদস্য সংগ্রহ ও পুরাতন সদস্যদের নবায়নের জন্য ব্যাপকভাবে সংগঠিত হওয়ার আহ্বান জানান। এ সময় উপস্থিত নেতাদের মধ্যে থেকে কর্মসূচি বাস্তবায়নে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়।
মোঃ আতাউর রহমান আতা একাধারে বিএনপির মানিকগঞ্জ জেলার সিনিয়র সহ-সভাপতি এবং বাংলাদেশ মানব অধিকার কমিশনের মানিকগঞ্জ জেলা শাখার আহ্বায়ক। তার নেতৃত্বে ও সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের শতাধিক ওয়ার্ড, ইউনিয়ন ও উপজেলা পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, শক্তিশালী সংগঠন গড়ে তুলতে এবং আগামী দিনের সংগ্রামী কর্মসূচি সফল করতে সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা দলের সর্বস্তরের নেতা-কর্মীদের এই কর্মসূচিকে সফল করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
‘মাটি ও মানুষের নেতা’ হিসেবে পরিচিত আতাউর রহমান আতা তার বক্তব্যে বলেন, “বর্তমান সময়ে দলীয় সংগঠনকে আরও শক্তিশালী ও শাণিত করার কোনো বিকল্প নেই। জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণ এবং তাদের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে আমাদেরকে প্রস্তুত থাকতে হবে। এই সদস্য সংগ্রহ কর্মসূচি আমাদের সংগঠনকে সজীব, প্রাণবন্ত ও গতিশীল করবে।”
কেন্দ্রীয় ওয়ার্কিং কমিটি কর্তৃক ঘোষিত নির্দেশনা মোতাবেক সময়মতো ও সুষ্ঠুভাবে এই কর্মসূচি সম্পন্ন করার জন্য তিনি সকলের প্রতি জোরালো দাবি জানান।
উল্লেখ্য, দেশব্যাপী বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম গতিশীল করতে জেলা ও উপজেলা পর্যায়ের নেতাদের সভা ও মতবিনিময় অব্যাহত রয়েছে।