আজিম উদ্দিন, চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিল্প ও বানিজ্য বিষয়ক সহ–সম্পাদক ও সাবেক এমপি আমিনুল ইসলামের বিরুদ্ধে হামলা করে জমি দখলের অভিযোগ করেছে বিএনপির তৃণমূলের নেতা–কর্মীরা।
বৃহস্পতিবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সমানে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। তৃনমূল বিএনপি নেতাকর্মীর ব্যানারে মানববন্ধনে উপস্থিত ছিলেন, ভুক্তভোগী পরিবারের সদস্য মাহফুজুর রহমান শাউন, লিপি হক, রেজিয়া বেগম, পিংকি খাতুন, নাচোল উপজেলা ছাত্রদলের সহ–সভাপতি কাফেক আলীসহ অন্যান্যরা।
মানববন্ধনে বক্তারা বলেন, নাচোল উপজেলার জামতলা বাজারে ২০১৮ সালে ২৫ শতক জমি ক্রয় করেন একই এলাকার প্রবাসী তারিক আলম ও সাবানা আলম। কিন্তু দীর্ঘদিন ধরেই জমি দখলের পায়তারা করছেন আ.লীগ নেতা কাউসার আলী ও নাচোল উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক আব্দুল কাদেরের ছত্রছায়ায় তার সহযোগী জমশেদ আলী রঞ্জু৷ এরই ধারাবাহিকতায় গত ১০ অক্টোবর জোরপূর্বক ভাংচুর ও দোকানঘর উচ্ছেদ করে তারা। বাধা দিতে গেলে নারীদের উপর হামলা চালায়।
বক্তারা আরও বলেন, এর আগেও ১০ মাস আগে একইভাবে জোরপূর্বক উচ্ছেদ করা হয়। এসব দখল মারধরের কাজে মদদ দিয়েছেন চাঁপাইনবাবগঞ্জ–২ আসনের সাবেক সংসদ সদস্য আমিনুল ইসলাম। ভাংচুর ও দখলের পর এখনও নানারকম ভয়ভীতি ও হুমকি দিচ্ছে আ.লীগ নেতা কাউসার আলী ও তার লোকজন। পাশাপাশি সাবেক এমপি আমিনুল ইসলামের লোকজন থানায় গিয়ে জোরপূর্বক মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। এনিয়ে নিরাপত্তাহীনতায় থাকার অভিযোগ করেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা।