জেলা প্রতিনিধিঃ দলীয় সিদ্ধান্ত অমান্য করে আসন্ন রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) নির্বাচনে প্রার্থী হওয়ায় ১৬ নেতাকর্মীর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের সুপারিশ জানিয়ে কেন্দ্রে চিঠি পাঠিয়েছে মহানগর বিএনপি। রাজশাহী মহানগর বিএনপির আহবায়ক অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা এবং সদস্য সচিব মামুন-অর-রশিদ স্বাক্ষরিত চিঠিটি রোববার কেন্দ্রে পাঠানো হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
চিঠিতে আসন্ন রাসিক নির্বাচনে অংশ নেওয়া বিএনপির ১৬ নেতাকর্মীর নাম ও দলীয় পদ উল্লেখ করা হয়েছে। একইসঙ্গে তারা সবাই নির্বাচনে কাউন্সিলর প্রার্থী হয়েছেন জানিয়ে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়েছে। এর পরিপ্রেক্ষিতে বিএনপির ওই ১৬ নেতাকর্মী দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার হতে যাচ্ছেন বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা।
তালিকাভুক্তর বিএনপির ওই ১৬ নেতাকর্মীর মধ্যে ১১ জন সাধারণ ওয়ার্ড কাউন্সিলর এবং বাকি ৫ জন সংরক্ষিত নারী ওয়ার্ড কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
সোমবার দুপুরে রাজশাহী মহানগর বিএনপির আহবায়ক অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা বিষয়টি নিশ্চিত করেছেন।
সাধারণ ওয়ার্ড কাউন্সিলর পদে অংশ নেওয়া বিএনপির ১১ নেতা হলেন- মহানগর বিএনপির রাজপাড়া থানা কমিটির সাবেক সহসভাপতি বদিউজ্জামান বদি (৬ নম্বর ওয়ার্ড), ১১ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আবু বকর কিনু (১১ নম্বর ওয়ার্ড), শাহ মখদুম থানা বিএনপির সাবেক সহসভাপতি মো. টুটুল (১৪ নম্বর ওয়ার্ড), শাহ মখদুম থানা বিএনপির সাবেক সহ সাধারণ সম্পাদক আব্দুস সোবহান লিটন (১৫ নম্বর ওয়ার্ড), মহানগর যুবদলের সাবেক সহসভাপতি বেলাল হোসেন (১৬ নম্বর ওয়ার্ড), মহানগর যুবদলের সাবেক শ্রম বিষয়ক সম্পাদক রনি হোসেন রুহুল (১৬ নম্বর ওয়ার্ড), মহানগর যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান টিটু (১৯ নম্বর ওয়ার্ড), ২২ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মির্জা রিপন (২২ নম্বর ওয়ার্ড), বোয়ালিয়া থানা (পূর্ব) যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক আলিফ আল মাহমুদ লুকেন (২৫ নম্বর ওয়ার্ড), মহানগর বিএনপির সাবেক সহসভাপতি আনোয়ারুল আমিন আজব (২৭ নম্বর ওয়ার্ড) এবং মতিহার থানা বিএনপির সাবেক সহসভাপতি আশরাফুল হাসান বাচ্চু (২৮ নম্বর ওয়ার্ড)।
এছাড়া সংরক্ষিত নারী ওয়ার্ড কাউন্সিলর পদে অংশ নেওয়া বিএনপির পাঁচ নেত্রী হলেন- মহানগর মহিলা দলের সাংগঠনিক সম্পাদক মুসলিমা বেগম বেলী (সংরক্ষিত ৭, ৮ ও ১০ নম্বর ওয়ার্ড), মহানগর মহিলা দলের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আলতাফুন নেসা পুতুল (সংরক্ষিত ৯, ১১ ও ১২ নম্বর ওয়ার্ড), মহানগর মহিলা দলের ১ নম্বর যুগ্ম সম্পাদক সামসুন নাহার (সংরক্ষিত ১৩, ১৪ ও ১৫ নম্বর ওয়ার্ড), মহানগর মহিলা দলের সহসভাপতি শাহনাজ বেগম শিখা (সংরক্ষিত ২২, ২৩ ও ২৪ নম্বর ওয়ার্ড), মহানগর মহিলা দলের ৪ নম্বর যুগ্ম সম্পাদক আয়েশা খাতুন মুক্তি (সংরক্ষিত ২৫, ২৮ ও ২৯ নম্বর ওয়ার্ড)।
এর আগে দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে প্রার্থী হওয়ায় সিলেট ও গাজীপুরেও একই পদ্ধতিতে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের আবেদনের পরিপ্রেক্ষিতে নেতাকর্মীদের দল থেকে আজীবন বহিষ্কার করে বিএনপি। এরই ধারাবাহিকতায় রাজশাহীতেও তালিকা করে কেন্দ্রে পাঠানো হয়েছে। ফলে এই ১৬ নেতানেত্রীও শিগগিরই বহিষ্কার হতে যাচ্ছেন বলে ধারণা করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
এ বিষয়ে যোগাযোগ করা হলে রাজশাহী সিটি কর্পোরেশনের ১৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও ওয়ার্ড বিএনপির সহ-সাধারণ সম্পাদক আব্দুস সোবহান লিটন বলেন, বহিষ্কারের চিঠির বিষয়ে আমার জানা নেই। এছাড়া আমি দলের কোনো পদেও নেই। আমি দল থেকে পদত্যাগ করেছি। আমি কাউন্সিলরের দায়িত্ব পালন করছি। এখন দল কী সিদ্ধান্ত নেবে সেটা তাদের ব্যাপার।
তবে নগর মহিলা দলের ১ নম্বর যুগ্ম সম্পাদকের দায়িত্ব পালন করা সামসুন নাহার এবার সংরক্ষিত ১৩, ১৪ ও ১৫ নম্বর ওয়ার্ডের প্রার্থী হয়েছেন। দলীয় সিদ্ধান্তের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, দল যেটা ভালো মনে করেছে তাই করেছে। এ সিদ্ধান্তের বিষয়ে আমাদের কিছু বলার নেই।
সার্বিক বিষয়ে মহানগর বিএনপির আহবায়ক এরশাদ আলী ঈশা জানান, দলীয় সিদ্ধান্ত অমান্য করে নির্বাচনে প্রার্থী হওয়ায় নাম ও পদবী উল্লেখসহ কেন্দ্র থেকে চিঠি পাঠাতে বলা হয়েছিল। এর প্রেক্ষিতে ওই ১৬ নেতানেত্রীর নাম ও পদবী উল্লেখসহ তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিতে কেন্দ্রে চিঠি পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, বিএনপি এই সরকারের অধীনে আর কোনো প্রকার নির্বাচনে অংশগ্রহণ না করার সিদ্ধান্ত গ্রহণ করেছে। অথচ তারা দলের সদস্য হয়ে ব্যক্তিস্বার্থ চিন্তা করে দলীয় সিদ্ধান্তকে উপেক্ষা করে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাই তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের জন্য কেন্দ্রে চিঠি পাঠানো হয়েছে।